হকিতে স্বর্ণ জিতলো বেলজিয়াম

ছেলেদের হকিতে বেলজিয়ামের স্বর্ণ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৫ আগস্ট ২০২১ | ০৫:৫৪ | আপডেট: ০৫ আগস্ট ২০২১ | ০৬:১৭
অলিম্পিকে ছেলেদের হকিতে স্বর্ণ জিতেছে বেলজিয়াম। নির্ধারিত সময়ে ১–১ গোলে অমীমাংসিত ম্যাচটি নিষ্পত্তি হয়েছে টাইব্রেকারে। ফাইনালে অস্ট্রেলিয়াকে টাইব্রেকারে ৩–২ গোলে হারিয়েছে তারা।
শুটআউটে দুর্দান্ত কিছু শট ঠেকিয়েছে বেলজিয়ামের গোলকিপার ভিনসেন্ট ভানাচ। অস্ট্রেলিয়ার তিনটি প্রচেষ্টা রুখে দেন তিনি। হকির বিশ্ব চ্যাম্পিয়ন এ মুহূর্তে বেলজিয়াম। যোগ্যতর দল হিসেবেই অলিম্পিকের শ্রেষ্ঠত্বও নিজেদের করে নিয়েছে তারা।
২০১৬ রিও ডি জেনিরো অলিম্পিকে রুপা জিতেছিল বেলজিয়াম।
- বিষয় :
- অলিম্পিক
- হকি
- বেলজিয়াম
- অস্ট্রেলিয়া
- টাইব্রেকার