আফগানদের বোলিং কোচের দায়িত্বে শন টেইট

শন টেইট
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১০ আগস্ট ২০২১ | ২৩:২৩ | আপডেট: ১১ আগস্ট ২০২১ | ০৪:৩৬
সাম্প্রতিক সময়ে আফগানিস্তান ক্রিকেট দলের সাফল্য চোখে পড়ার মতো। অল্প সময়েই বিশ্বে নিজেদের ক্রিকেটের জন্য সুখ্যাতি কুড়িয়েছে আফগানরা। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্যই ইতোমধ্যেই ধীরে ধীরে প্রস্তুতি শুরু করে দিয়েছে সবদল। বিশ্বকাপের আগেই আফগান দলের নতুন বোলিং কোচ হিসাবে নিযুক্ত হলেন সাবেক অজি ফাস্ট বোলার শন টেইট।
২০০৭ সালে অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন টেইট। সেবার টুর্নামেন্টে ২৩ উইকেট নেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপে রানারআপ হওয়া অস্ট্রেলিয়া দলেও ছিলেন টেইট।
এক সময় ক্রিকেট বিশ্বে এই অস্ট্রেলিয়ান শন টেইট খেলোয়াড়ি জীবনে নিজের গতির জন্য পরিচিত ছিলেন। ১৬০ কিলোমিটার প্রতি ঘণ্টার আশপাশে নিয়মিত বল করতে পারতেন। অজিদের হয়ে ৩৫ ওয়ানডে, ২১ টি-টোয়েন্টি ও ৩ টেস্ট খেলেছেন তিনি।
খেলোয়াড়ি জীবন শেষে ক্রিকেট অস্ট্রেলিয়ার অধীনে লেভেল ২-এর কোচিং কোর্স করান তিনি। ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কোচিং করিয়েছেন তিনি। বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগেডসের কোচিং স্টাফের অংশ ছিলেন।
- বিষয় :
- আফগানিস্তান
- শন টেইট
- বোলিং কোচ