নতুন ব্যাটিং কোচ পেল আফগানিস্তান

আফগানদের ব্যাটিং কোচ হলেন শ্রীলঙ্কার সাবেক ব্যাটসম্যান আভিষ্কা গুনাবর্ধনে
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৮ আগস্ট ২০২১ | ০৫:২২ | আপডেট: ১৮ আগস্ট ২০২১ | ০৮:০৮
পুরো আফগানিস্তান তালেবানদের নিয়ন্ত্রণে চলে যাওয়ায় দেশটির ক্রিকেটের ভবিষ্যত নিয়ে শঙ্কা জেগেছিল। অবশ্য তালেবান মুখপাত্র সুহাইল শাহীন জানিয়েছেন, আফগান ক্রিকেটের ধ্বংস নয় বরং উন্নতি করতে চান তারা। নিজেদের কথামতো কাজ শুরু করে দিয়েছে তালেবান।
তালেবানদের ক্ষমতা দখলের মধ্যেই নতুন চেয়ারম্যান পেয়েছে আফগানিস্তান ক্রিকেট। বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন অস্ট্রেলিয়ার শন টেইট। এবার জাতীয় দলের নতুন ব্যাটিং কোচের নাম ঘোষণা করল তারা।
আফগানিস্তানের নতুন ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার আভিষ্কা গুনাবর্ধনে। আফগান বোর্ড এক টুইটে নিশ্চিত করেছে এই খবর। টুইটে তারা লিখেছে, ‘শ্রীলঙ্কার সাবেক ব্যাটসম্যান এবং কোচ আভিষ্কা গুনাবর্ধনে আফগানিস্তান জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন।’
এক দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারে শ্রীলঙ্কার হয়ে ৬টি টেস্ট এবং ৬১টি ওয়ানডে খেলেছেন গুনাবর্ধনে। টেস্টে তার নামের পাশে ১৮১ রান। ওয়ানডেতে এক সেঞ্চুরিসহ করেছেন ১৭০৮ রান।