ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

১০ জনের চেলসির বিপক্ষে লিভারপুলের ড্র

১০ জনের চেলসির বিপক্ষে লিভারপুলের ড্র

সালাহর গোলের পর হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই দলের খেলোয়াড়। ছবি-গেটিইমেজেস

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২১ | ০১:৪১ | আপডেট: ২৯ আগস্ট ২০২১ | ০১:৪১

এই মৌসুমে এখন পর্যন্ত সবচেয়ে বড় ম্যাচে মুখোমুখি হয়েছিল চেলসি ও লিভারপুল। লিগ তালিকায় এক ও দুই নম্বরে থাকা দলের মধ্যে এক জমজমাট ম্যাচের আশায় ছিল সমর্থকরা। ম্যাচের এক পর্যায়ে চেলসির এক ফুটবলার লাল কার্ড দেখলে দশ জনে পরিণত হয় চ্যাম্পিয়ন্সলিগের চ্যাম্পিয়নরা। এরপরও ম্যাচটি ড্র হয়েছে ১-১ গোল ব্যবধানেই।

পুরো ম্যাচে বল দখলের পাশাপাশি আক্রমণে দাপট ছিল লিভারপুলের। ম্যাচে গোলের জন্য তাদের ২৩ শটের ৮টি ছিল লক্ষ্যে। চেলসির ৬ শটের ৩টি লক্ষ্যে।

অ্যানফিল্ডে ২২ মিনিটে নিজেদের প্রথম সুযোগে এগিয়ে যায় চেলসি। জেমসের কর্নারে দারুণ হেডে বল জালে পাঠান জার্মান মিডফিল্ডার হাভার্টজ।

প্রথমার্ধের অতিরিক্ত সময়ে স্পট কিকে ম্যাচে সমতা আনে লিভারপুল। জোয়েল মাতিপের হেড ক্রসবারে লাগার পর মানের প্রচেষ্টা গোললাইন থেকে ফেরান জেমস, কিন্তু বল চেলসি ডিফেন্ডারের হাতে লাগায় পেনাল্টির জোরালো আবেদন করেন লিভারপুলের খেলোয়াড়রা।

দ্বিতীয়ার্ধের খেলায় দশজন নিয়ে খেলতে থাকা টমাস টুখেলের শিষ্যদের অনেকটা চাপে রাখে লিভারপুল। মোহামেদ সালাহ এবং সাদিও মানেদের একের পর এক আক্রমণে ব্যস্ত হয়ে পড়ে সফরকারীদের রক্ষণভাগ। কিন্তু এরপরও প্রতিপক্ষের প্রাচীর ভেদ করে ভেতরে ঢুকে জালে বল পাঠাতেক পারেননি স্বাগতিক দলের আক্রমণভাগের ফুটবলাররা। ফলে সমতাতে থেকেই দুদল মাঠ ছাড়ে।

আরও পড়ুন

×