ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

অভিমান নিয়ে নেতৃত্ব ছাড়লেন রশিদ খান

অভিমান নিয়ে নেতৃত্ব ছাড়লেন রশিদ খান

আফগানিস্তানের ক্রিকেটার রশিদ খান।

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২১ | ১৩:১১ | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২১ | ১৩:১১

আফগানিস্তানের টি-টোয়েন্টি দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন রশিদ খান। অনেকটা অভিমান থেকেই এ দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন সময়ের অন্যতম সেরা লেগ স্পিনার। খবর এনডিটিভির।

রশিদ খান তার নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন টুইটারে। কেন নেতৃত্ব ছাড়লেন সেই ব্যাখ্যা দিতে গিয়ে রশিদ খান টুইটারে লিখেছেন, ‘একজন অধিনায়ক আর জাতির প্রতি দায়িত্বশীল ব্যক্তি হয়ে দল নির্বাচনের অংশ হওয়ার বিষয়টি আমার প্রাপ্য। এসিবি মিডিয়া (টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য) যে দলটি ঘোষণা করেছে, এর জন্য নির্বাচক কমিটি বা এসিবি আমার কোনো মতামতই নেয়নি।’

এটুকু লেখার পরই তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন, ‘আফগানিস্তানের টি–টোয়েন্টি দল থেকে আমি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আর এটা এখন থেকেই কার্যকর।’ 

আরও পড়ুন

×