ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

শ্বশুরের জার্সি পেয়ে গর্বিত আফ্রিদি

শ্বশুরের জার্সি পেয়ে গর্বিত আফ্রিদি

১০ নম্বর জার্সিতে শাহিন শাহ আফ্রিদি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২১ | ০১:০১ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২১ | ০১:০১

পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে সেরাদের তালিকা করলে অবধারিতভাবেই থাকবে শহিদ আফ্রিদির নাম। বেশকিছু দিন হলো জাতীয় দল থেকে অবসর নিয়েছেন তিনি। তার জার্সি নাম্বার ছিল ১০। পাকিস্তানের সাবেক তারকা অলরাউন্ডারের এই ১০ নম্বর জার্সি পেতে যাচ্ছেন পাকিস্তানের উঠতি তারকা শাহিন শাহ আফ্রিদি। সবকিছু ঠিক থাকলে কিছুদিনের মধ্যেই শহিদ আফ্রিদির জামাতা হতে চলছেন তিনি। গত মার্চে বড় মেয়ের সাথে শাহিনের বিয়ের ঘোষণা দিয়েছেন শহিদ আফ্রিদি।

হবু শ্বশুরের জার্সি পেয়ে গর্বিত শাহিন সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে লিখেছেন, 'এটা স্রেফ একটা জার্সি নম্বরের চেয়ে অনেক বেশি কিছু। এই জার্সি সততা, নিষ্ঠা ও পাকিস্তানের প্রতি গভীর ভালোবাসার প্রতীক। লালার (শহিদ আফ্রিদি) ১০ নম্বর জার্সি পরে আমি এখন পাকিস্তানের হয়ে খেলবো। আমি কৃতজ্ঞ এবং সম্মানিত বোধ করছি। শুধুই পাকিস্তান।'

পাকিস্তানের সাবেক অধিনায়ক আফ্রিদি রিটুইট করে লিখেছেন, 'আমি অনেক সম্মান ও গর্ব নিয়ে এই জার্সি পরতাম। আমি আনন্দিত যে ১০ নম্বর জার্সি এখন পরবে শাহিন, যে যোগ্য উত্তরসূরি! শাহিন আমি তোমাকে অনেক শুভকামনা জানাই, উপরে উঠতে থাক এবং সর্বোচ্চ গর্ব নিয়ে পাকিস্তানের জার্সি পর।'

আরও পড়ুন

×