ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

আমার সঙ্গে আলোচনা করেনি: জেমি ডে

আমার সঙ্গে আলোচনা করেনি: জেমি ডে

বরখাস্ত হয়ে বাংলাদেশ দলকে শুভকামনা জানিয়েছেন জেমি ডে

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২১ | ২১:৩৩ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২১ | ২১:৩৩

শুক্রবার সকাল থেকেই ফুটবলাঙ্গনে গুঞ্জন; বরখাস্ত হচ্ছেন জেমি ডে। দুপুর গড়িয়ে বিকেল বেলায় সেই গুঞ্জন সত্যি হলো। ন্যাশনাল টিমস কমিটির মিটিং শেষে দুই মাসের জন্য অব্যাহতি দেওয়া হয়েছে ব্রিটিশ এ কোচকে। অর্থাৎ সাফ চ্যাম্পিয়নশিপে জাতীয় দলের ডাগআউটে থাকছেন না তিনি। তার জায়গায় অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে থাকবেন বসুন্ধরা কিংসের কোচ অস্কার ব্রুজোন। 

জেমির সঙ্গে কোনো আলোচনা না করেই তাকে অব্যাহতি দিয়েছে ন্যাশনাল টিমস কমিটি। গতকাল সমকালের সঙ্গে এ নিয়ে নিজের কষ্টের কথা জানান জেমি, 'না না, আমার সঙ্গে কোনো আলোচনা করেনি।'

২০২২ সালের মাঝামাঝি সময় পর্যন্ত জেমির সঙ্গে চুক্তি বাফুফের। তার আগেই তাকে বাদ দিয়েছে ফুটবল ফেডারেশন। অথচ সাফ চ্যাম্পিয়নশিপের জন্য ৩৪ সদস্যের প্রাথমিক তালিকাও চূড়ান্ত করেন ব্রিটিশ এ কোচ। দক্ষিণ এশিয়ার ফুটবলের সর্বোচ্চ আসর নিয়ে পরিকল্পনাও সাজান তিনি। 

কিন্তু সাফ শুরুর হওয়ার ১৩ দিন আগে কোচের পদ থেকে সরিয়ে দেওয়ায় হতাশ জেমি, 'এটাই ফুটবল। এখন আমি সাফ দলের কোচ নেই। আমি ব্যথিত হইনি, তবে খেলোয়াড়দের জন্য খারাপ লাগছে। গত কয়েক বছর তাদের সঙ্গে দারুণ সময় কাটিয়েছিলাম।' 

তিন মাসের জন্য অব্যাহতি দেওয়ায় আপাতত নিজ দেশে চলে যাবেন বলে জানিয়েছেন জেমি, 'আমি এখন নিজ দেশে চলে যাব।' 

যাওয়ার আগে জামাল ভূঁইয়াদের জন্য শুভকামনা ব্রিটিশ এ কোচের, 'যে দলটা আমি রেখে গেছি, আশা করি ভবিষ্যতে ভালো কিছু করবে। সামনে সাফ চ্যাম্পিয়নশিপ, টুর্নামেন্টে বাংলাদেশের জন্য শুভকামনা রইল।'

আরও পড়ুন

×