ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

পাঁচশ' মিলিয়নেও ফোডেনকে ছাড়বেন না গার্দিওয়ালা

পাঁচশ' মিলিয়নেও ফোডেনকে ছাড়বেন না গার্দিওয়ালা

ছবি: গোল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০১৯ | ০৪:৩০

ইংল্যান্ডের ১৯ বছর বয়সী তারকা ফিল ফোডেনের সঙ্গে নতুন চুক্তি করেনি ম্যানচেস্টার সিটি। তাকে লিগে খেলার সুযোগও দেওয়া হচ্ছে না। ওদিকে তরুণ এই ফুটবলারকে দলে নিতে মুখিয়ে আছে ইউরোপের অনেক নামি-দামী ক্লাব। সংবাদ মাধ্যমে তাই গুঞ্জন ফোডেনকে ম্যানসিটি ছাড়ে দেবে কি-না। উত্তর জানিয়ে দিয়েছেন ম্যানসিটি কোচ পেপ গার্দিওয়ালা- পাঁচশ মিলিয়ন ইউরো দিলেও ফোডেনকে ছাড়া হবে না।

সাবেক বার্সেলোনা এবং বায়ার্ন মিউনিখ কোচের মতে, ফোডেন একজন জাদুকর। ডেভিড সিলভার ভবিষ্যত বদলি তিনি। ম্যানসিটির ভবিষ্যত তারকা। গার্দিওয়ালা তাই ফোডেনকে ছাড়বেন না। তিনি বলেন, 'সে এমন ফুটবলার যাকে কোন পরিস্থিতিতেই আমি বিক্রি করবো না। সে বিশেষ কেউ। এমনকি পাঁচশ' মিলিয়ন ইউরো দিলেও তাকে ছাড়বো না।'

ফোডেনকে সিটির সংস্কৃতির সঙ্গে গড়ে তোলা হচ্ছে। তার জায়গায় সিটি নতুন করে কাউকে দলে ভেড়াচ্ছে না বলেও উল্লেখ করেন স্পেনের সাবেক এই খেলোয়াড়, 'সে সিটির ফুটবলার। তার জায়গায় নতুন করে কাউকে দলে আনছে না ম্যানসিটি। ডেভিড সিলভা ক্লাব ছাড়লে আমরা জানি আমাদের নতুন জাদুকর কে হবেন।'

ম্যানচেস্টার সিটির জাল ছিড়ে রিয়াল মাদ্রিদে চলে গেছেন ব্রাহিম দিয়াজ। তাকেও গার্দিওয়ালা ছাড়তে চাননি। এছাড়া সানকো ম্যানসিটির হাত ফসকে গেছে। ফডোনকে তাই ছাড়তে চায় না ম্যানসিটি। গার্দিওয়ালা বলেন, 'একটা বিষয় পরিষ্কার, শুরুর একাদশে তার জন্য জায়গা ধরা আছে। অন্য কোন কোচ হলে হয়তো তাকে লোনে ছেড়ে দিত। কিন্তু আমি তাকে ছেড়ে দিতে চাই না। বরং তাকে দলের একজন মনে করি। ফোডেনও সেটা বোঝে।' 

আরও পড়ুন

×