এবার লেমোসকে অন্তর্বর্তীকালীন কোচ করলো বাফুফে

ফাইল ছবি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২১ | ০২:০৬ | আপডেট: ২১ অক্টোবর ২০২১ | ০২:০৬
জাতীয় ফুটবল দলে এবার অন্তর্বর্ন্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে পর্তুগালের মারিও লেমোসকে। এর আগে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের জন্য দলের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে অস্কার ব্রুজোনকে নিয়োগ দিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাফুফে সহসভাপতি ও জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ সংবাদমাধ্যমকে লেমোসের নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে আগামী মাসে শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টুর্নামেন্টের জন্যও ব্রুজেনকেই চেয়েছিল বাফুফে। কিন্তু টানা ১৩ মাস কাজ করে ক্লান্ত থাকায় জাতীয় দলের দায়িত্ব নিতে চাননি তিনি। এতে কোচশূন্য হয়ে পড়ে জাতীয় দল। তাই পর্তুগিজ লেমোসকে নতুন অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে এখনো কাগজে-কলমে জেমি ডের সঙ্গে করা বাফুফের চুক্তির মেয়াদ শেষ হয়নি। আগামী বছরের মাঝামাঝি পর্যন্ত চুক্তি করেছিলেন জেমি ডে। তাই অন্তর্বর্তীকালীন কোচই নিয়োগ দিচ্ছে বাফুফে।
বাংলাদেশের ফুটবলে লেমোস পরিচিত এক নাম। গত তিন মৌসুম ধরে আবাহনী লিমিটেডের কোচের দায়িত্ব পালন করছেন। তাছাড়া জাতীয় দলের সঙ্গে কাজ এবারই প্রথম না, এর আগে ২০১৭ সালে জাতীয় দলের ট্রেনার হিসেবে কাজ শুরু করেছিলেন লেমোস। পরে আবাহনী তাকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয়।