টি-টোয়েন্টি বিশ্বকাপে যৌথভাবে সর্বোচ্চ উইকেটশিকারি সাকিব

সাকিব আল হাসান
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২১ | ০৭:৪১ | আপডেট: ২১ অক্টোবর ২০২১ | ০৭:৪১
এতদিন টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট নিয়ে শীর্ষস্থানে ছিলেন শহিদ আফ্রিদি। তার কীর্তিতে এবার ভাগ বসালেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
পাপুয়া নিউগিনির বিপক্ষে ৪ উইকেট শিকার করে সাকিব ছুঁয়ে ফেললেন পাকিস্তানের সেরা অলরাউন্ডারকে। আজ পাপুয়া নিউগিনির ব্যাটসম্যান চার্লস আমিনি, সেস বাউ, সাইমন আতাই ও হিরি হিরিকে আউট করার মধ্য দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ৩৯ উইকেট শিকার করলেন সাকিব। এখন পর্যন্ত বিশ্বকাপে খেলা ২৮ ম্যাচে ১৬.৪১ গড়ে তিনি দখল করেছেন ৩৯ উইকেট।
ক্রিকেটের আধুকিতম সংস্করণের বিশ্ব আসরে ৩৪ ম্যাচ খেলে ২৩.২৫ গড়ে ৩৯ উইকেট নিয়েছেন আফ্রিদি। সাকিব তার পাশে বসেছেন ছয় ম্যাচ কম খেলেই।