উইজডেনের টি-২০ দলে নবী, নেই ধোনি

ছবি: ফাইল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০১৯ | ০৪:৩১
ওয়ানডে এবং টেস্টের পর উইজডেন তাদের দশক সেরা টি-২০ দল ঘোষণা করেছে। অনুমিতভাবেই ওই দলে আছেন বিরাট কোহলি। এই এক দশকে বিশ্ব ক্রিকেটের অবিসংবাদিত নেতা কোহলি। ওয়ানডে, টেস্টের পর টি-২০ দলেও আছেন ভারতীয় এই অধিনায়ক। কিন্তু ভারতকে প্রথম টি-২০ বিশ্বকাপ জেতানো, দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট মাতানো, আইপিএলে অধিনায়ক হিসেবে বেশ কটা শিরোপা জেতা এমএস ধোনি নেই ওই একাদশে।
ওপেনিংয়ে রাখা হয়েছে অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যারণ ফিঞ্চকে। তার সঙ্গে রাখা হয়েছে কলিন মুনরোকে। এখানে অবশ্য অনেকে আপত্তি করতে পারেন। মুনরো ভালো কিছু ইনিংস খেললেও দশক জুড়ে তার ব্যাট টি-২০ ক্রিকেটে খুব একটা হাসেনি। ৬০ ম্যাচ খেলে তিন সেঞ্চুরি তাকে অবশ্য আলাদা জায়গা দিয়েছে। তবে ফিফটি মাত্র ৯টি তার নামের পাশে।
তবে শেন ওয়াটসন এবং গ্লেন ম্যাক্সওয়েলরা অনুমিতভাবেই আছেন দশক সেরা একাদশে। বাটলার জায়গা পেয়েছেন ধোনির জায়গায়। বোলিংয়ে আছেন ডেভিড উইলি, জাসপ্রিত বুমরাহা এবং লাসিথ মালিঙ্গা। স্পিন অলরাউন্ডার মোহাম্মদ নবী উইজডেনের দশক সেরা একাদশে থাকলেও নেই সাকিব আল হাসান। তবে রশিদ খান জায়গা পেয়েছেন ওই একাদশে।
উইজডেনের দশক সেরা টি-২০ দল: অ্যারন ফিঞ্চ, কলিন মুনরো, বিরাট কোহলি, শেন ওয়াটসন, গ্লেন ম্যাক্সওয়েল, জস বাটলার, মোহাম্মদ নবী, ডেভিড উইলি, রশিদ খান, জাসপ্রিত বুমরাহ, লাসিথ মালিঙ্গা।
- বিষয় :
- খেলা
- ক্রিকেট
- উইজডেন
- দশক সেরা টি-২০ দল