সৌদির বিপক্ষে হেরে এশিয়ান কাপ শেষ বাংলাদেশের

এশিয়ান কাপ শেষ বাংলাদেশের
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২১ | ০৮:০১ | আপডেট: ০২ নভেম্বর ২০২১ | ০৮:০১
এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বে ফের হারের মুখ দেখলো বাংলাদেশ। গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে সৌদি আরবের কাছে ৩-০ গোলে হেরে এশিয়ান অনূর্ধ্ব ২৩ টুর্নামেন্ট শেষ করেছে যুবা ফুটবলাররা। ফলে যুব এশিয়া কাপের বাছাই পর্ব থেকে ছিটকে গেল বাংলদেশ।
উজবেকিস্তানের তাসখন্দে সৌদির কাছে প্রথমার্ধেই দু'গোল হজম করে বাংলাদেশ। ম্যাচের ১৬ মিনিটে সাউদ আব্দুল্লাহর গোলে লিড নেয় সৌদি। পরের মিনিটে জিয়াদ মোবারক গোল করে ব্যবধান বাড়ান। আর ম্যাচের ৭০ মিনিটে আইমান ইয়াহিয়া গোল করে দলকে সহজ জয়ের পথে এগিয়ে নেন।
ম্যাচের বাকি সময় একটি গোলও শোধ দিতে পারেনি বাংলাদেশ অলিম্পিক দল। ফলে শেষ পর্যন্ত ৩-০ ব্যবধানে হারের গ্লানি নিয়েই মাঠ ছাড়ে তারা।
এশিয়ান যুবাদের সর্বোচ্চ এই আসরের বাছাই পর্বে 'ডি' গ্রুপে অংশ নেয় বাংলাদেশ। কুয়েতের বিপক্ষে ০-১ ব্যবধানে হেরে শুরু হয় সুফিল-রহমতদের বাছাই পর্ব। দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানের কাছে ৬-০ গোলে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। টানা তিন ম্যাচ হেরে ১০ গোল হজম করে বাংলাদেশ।
- বিষয় :
- এএফসি অনূর্ধ্ব-২৩
- এশিয়ান কাপ
- বাংলাদেশ
- সৌদি আরব