আমরা আরো ভালো দল: তাসকিন

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তাসকিন আহমেদ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২১ | ০৯:৪৬ | আপডেট: ০২ নভেম্বর ২০২১ | ০৯:৪৭
চলমান বিশ্বকাপের দ্বিতীয় সর্বনিম্ন রানের দেখা মিলেছে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার ম্যাচে। এতেও লড়াই চালিয়ে গেছে বাংলাদেশের বোলাররা। তাসকিন- নাসুমরা ইনিংসটাকে টেনে নিয়ে গেছেন ১৪ ওভার পর্যন্ত। তাসকিনের মতে, বাংলাদেশের সংগ্রহ ১২০ কিংবা ১২৫ হলে ম্যাচের গল্পটা অন্যরকম হতে পারত। এর জন্য ব্যাটিং অর্ডারকেই দায়ী করলেন তিনি।
প্রোটিয়াদের বিপক্ষে বাংলাদেশ দলের প্রাপ্তি বলতে কেবল তাসকিনের বোলিং। নির্ধারিত ৪ ওভার বোলিং করে মাত্র ১৮ রান খরচায় নিয়েছেন দুটি উইকেট।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসে তাসকিন জানালেন, 'বাংলাদেশ দল যেমন পারফর্ম করেছে, তার চেয়ে আমরা আরো ভালো দল। দলের আরও ভালো পারফর্ম করার সামর্থ্য আছে। কিছু সহজ জয় হাতছাড়া করেছি। সেগুলো জেতা উচিৎ ছিল।'
সামর্থ্য অনুযায়ী খেলতে হলে তিন বিভাগেই উন্নতি করতে হবে জানিয়ে তাসকিন বলেন, 'সব দিকেই উন্নতি লাগবে, বোলিং, ফিল্ডিং সবই আরও ভালো করতে হবে। ব্যাটিং বিপর্যয় হয়েছে কিছু ম্যাচে, আজ বোলিং ভালো ছিল।'
টানা চার ম্যাচ হেরেও তাসকিন দেশের জন্য পরের ম্যাচটি জিততে চান, 'যেটা চলে গেছে সেটা তো ফিরায় আনতে পারবো না। সামনে একটা ম্যাচ আছে। ওটা যতোটুকু ভালো খেলা সম্ভব চেষ্টা করবো। একটাও যদি জয় উপহার দিতে পারি দেশকে, এটাই আমাদের জন্য অনেক।'