ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

কাল থেকে দ্বিতীয় টেস্ট

সাকিবের সঙ্গে ফিরবে আত্মবিশ্বাসও

সাকিবের সঙ্গে ফিরবে আত্মবিশ্বাসও

কাল থেকে শুরু হতে যাওয়া মিরপুর টেস্টে সম্ভবত চারে ব্যাটিং করবেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২১ | ০১:১৭ | আপডেট: ০৩ ডিসেম্বর ২০২১ | ০১:১৭

নিজের একাডেমিতে ফেরার লড়াইটা শুরু করলেও ক'দিন ধরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে নিয়মিত সাকিব আল হাসান। গতকালও সেখানে লম্বা সময় অনুশীলন করেছেন। অনুশীলনের ফাঁকে করোনা পরীক্ষাও করিয়েছেন। নেগেটিভ হয়ে জাতীয় দলের বায়ো-বাবলে ঢুকে পড়েছেন তিনি। যার মানে, ৪ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে তার মাঠে নামা এক প্রকার নিশ্চিত। টি২০ বিশ্বকাপ থেকেই একটা বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেট। সাকিবও সেই টি২০ বিশ্বকাপের মাঝপথে ছিটকে গিয়েছিলেন হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে। তিনি ছিটকে যাওয়ার পরই বিশ্বকাপে বাংলাদেশ দলের ছন্নছাড়া চেহারা বেরিয়ে আসে। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি২০ সিরিজ এবং প্রথম টেস্টেও সেটা দেখা গেছে। 

এখন সাকিবের সঙ্গে কি বাংলাদেশ দলের হারানো আত্মবিশ্বাসটা ফিরবে!

সাকিব প্রয়োজন সবচেয়ে বেশি ব্যাটিংয়ে। ভয়ংকর বাজে অবস্থা টপ অর্ডারের। এর পেছনে নির্বাচকদেরও দায় আছে। তাদের উদ্ভট সিদ্ধান্তের কারণেই লেজেগোবরে অবস্থা হয়ে গেছে টপ অর্ডারের। সাকিব ফেরায় সেখানে কিছুটা হলেও আস্থা ফিরবে। ক্যারিয়ারের অধিকাংশ সময় টেস্টে সাকিব পাঁচ ও ছয় নম্বরে ব্যাটিং করলেও বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে কাল থেকে শুরু হতে যাওয়া মিরপুর টেস্টে সম্ভবত চারে ব্যাটিং করবেন তিনি। গতকাল নেটে তাকে পেস-স্পিন সব ধরনের বোলিংয়ের বিপক্ষেই ব্যাটিং করতে দেখা গেল। জাতীয় দলের অনুশীলন শুরুর আড়াই ঘণ্টা আগে মিরপুরের ইনডোরে অনুশীলন শুরু করেন সাকিব। ইনডোরের বাইরের নেটে সকাল ১১টা থেকে ঘণ্টাখানেক ব্যাটিং করেন তিনি। নেটে তাকে বোলিং করা ছয় বোলারের মধ্যে স্পিনার ছিলেন তিনজন। সেখানেও ছিল বৈচিত্র্য। একজন অফস্পিনার, একজন বাঁহাতি স্পিনার ও একজন লেগস্পিনার বোলিং করেন সাকিবকে। নিজের একাডেমি থেকে এই ছয়জন বোলার নিয়ে এসেছেন সাকিব। তাদের বিপক্ষে টেস্ট মেজাজে ব্যাটিং করলেও রিভার্স সুইপ-স্কুপের মতো শট খেলতেও দেখা গেছে তাকে।

ঘণ্টাখানেক ব্যাটিং করার পর দুপুর ১২টার দিকে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন সাকিব। পরীক্ষায় নেগেটিভ আসার পর দুপুর দেড়টা থেকে শুরু হওয়া জাতীয় দলের অনুশীলনে যোগ দেন তিনি। ইনডোরে বোলিং মেশিনে আবার কিছুক্ষণ ব্যাটিং করার পর সতীর্থদের সঙ্গে আড্ডায় যোগ দেন তিনি। এরপর আর ব্যাটিং করেননি তিনি। মুশফিকুর রহিমকে নেটে কেবল দুটি বল করেছেন। চোট থেকে ওঠা তাসকিন আহমেদ এবং প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পাওয়া নাঈম শেখও গতকাল জাতীয় দলের অনুশীলনে যোগ দিয়েছেন।

চোটের সঙ্গে ইদানীং যেন সখ্য হয়ে গেছে সাকিবের। এই চোটের কারণে বাংলাদেশের শেষ ছয় টেস্টের মধ্যে কেবল দুটি খেলতে পেরেছেন তিনি। বছরের শুরুতে উইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের মাঝপথে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন তিনি। খেলতে পারেননি পরের টেস্টও। এরপর আইপিএলের কারণে শ্রীলঙ্কায় দুই টেস্ট খেলেননি। জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট দিয়ে ফিরলেও বিশ্বকাপে আবার চোটে পড়েন তিনি।

আরও পড়ুন

×