৫০ টাকায় দেখা যাবে মিরপুর টেস্ট

ফাইল ছবি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২১ | ০৭:১৪ | আপডেট: ০৩ ডিসেম্বর ২০২১ | ০৭:১৪
আগামীকাল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
এই টেস্টের সর্বনিম্ন টিকিটের মূল্য ৫০ টাকা। ইস্টার্ন স্ট্যান্ডের টিকিট মূল্য ৫০ টাকা রাখা হয়েছে। সাউদার্ন ও নর্দান স্ট্যান্ডের টিকিটের মূল্য ১০০ টাকা, ক্লাব হাউজ ২০০ টাকা, ভিআইপি স্ট্যান্ড ৩০০ টাকা ও গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম ৫০০ টাকা।
গ্যালারিতে বসে খেলা দেখতে হলে ১৮ বছরের বেশি বয়সীদের দুই ডোজ কোভিড টিকা নেয়া থাকতে হবে। মাঠে প্রবশের সময় টিকা দেয়ার সার্টিফিকেট দেখাতে হবে দর্শকদের। মিরপুর ১০ নম্বরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের বুথে খেলা চলাকালীন পাওয়া যাবে টিকিট।
পাকিস্তানের বিপক্ষে চলতি সিরিজ দিয়েই বাংলাদেশের ক্রিকেটে মাঠে দর্শক ফেরানো হয়েছে প্রায় দেড় বছর পর। টেস্ট সিরিজের আগে টি-টোয়েন্টি সিরিজের সময় গ্যালারিতে উপচেপড়া ভিড় ছিল দর্শকের। চট্টগ্রাম টেস্টেও ছিল অনেক দর্শক। তবে বর্তমান কোভিড পরিস্থিতির জন্য ধারণক্ষমতার ৫০ শতাংশ টিকিট ছাড়া হচ্ছে।
- বিষয় :
- বাংলাদেশ
- ঢাকা টেস্ট
- মিরপুর টেস্ট
- টিকিট