ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

দ্রুততম মানব ইসমাইলের নিষেধাজ্ঞা প্রত্যাহার

দ্রুততম মানব ইসমাইলের নিষেধাজ্ঞা প্রত্যাহার

দেশের দ্রুততম মানব মোহাম্মদ ইসমাইল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২১ | ০২:০৭ | আপডেট: ০৭ ডিসেম্বর ২০২১ | ০২:০৭

অবশেষে নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলেন দেশের দ্রুততম মানব মোহাম্মদ ইসমাইল। সোমবার বাংলাদেশ নৌবাহিনীকে চিঠি দিয়ে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা জানিয়েছে বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশন।

টোকিও অলিম্পিকে অ্যাথলেট বাছাই প্রক্রিয়া নিয়ে ফেডারেশনের তীব্র সমালোচনা করেছিলেন ইসমাইল। এমনকি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কাছে লিখিত অভিযোগও দিয়েছিলেন তিনি। অ্যাথলেটিক ফেডারেশনের ভাবমূর্তি নষ্ট করায় ২ অক্টোবর থেকে ইসমাইলকে ১ বছরের নিষেধাজ্ঞা প্রদান করা হয়।

অ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতি আলী কবিরকে ইসমাইল চিঠি দিয়েছিলেন গত মাসে। সভাপতি চিঠি পেয়ে শাস্তি প্রত্যাহারের সিদ্ধান্ত দিয়েছিলেন কয়েকদিন পর। ফেডারেশনের কিছু আনুষ্ঠানিকতা ছিল সেগুলো গতকাল সম্পন্ন হয়েছে। 

নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় আসন্ন জাতীয় অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে খেলতে বাঁধা নেই ইসমাইলের। ১-৩ জানুয়ারি জাতীয় অ্যাথলেটিক্স বিকেএসপিতে হওয়ার কথা ছিল। ভেন্যু ও সময়ের পরিবর্তন হতে পারে।  অ্যাথলেটিক্স ফেডারেশন বিকেএসপির বদলে বনানীর আর্মি স্টেডিয়ামে আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। সেক্ষেত্রে ১ জানুয়ারির পরিবর্তে ৩ অথবা ৪ জানুয়ারি শুরু হবে জাতীয় আসর। 

আরও পড়ুন

×