ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

অভিষেকেই কিপার ক্যারির দুর্দান্ত রেকর্ড

অভিষেকেই কিপার ক্যারির দুর্দান্ত রেকর্ড

অ্যালেক্স ক্যারি। ছবি-এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২১ | ০১:৫১ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২১ | ০১:৫১

অস্ট্রেলিয়ার ৪৭তম টেস্ট অধিনায়ক হিসেবে দুর্দান্ত শুরু করলেন প্যাট কামিন্স। গ্যাবা টেস্টে ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ লিড নিয়ে নিলেন অজিরা। চতুর্থ দিনে মধ্যাহ্নভোজের পর পরই নিজেদের জয় সুনিশ্চিত করে কামিন্স বাহিনী। 

ম্যাচের চতুর্থ দিনে ক্রিস ওকস, গ্রিনের বলে খোঁচা লাগিয়ে ক্যারির তালুবন্দীতে শেষ হয় ইংল্যান্ড ইনিংস। এই ক্যাচ ধরেই ইতিহাসের পাতায় নাম তুলে নেন ৩০ বছর বয়সী অজি উইকেটকিপার। নিজের অভিষেক ম্যাচে এর আগে যুগ্মভাবে ইংল্যান্ডের ক্রিস রিড, ভারতের ঋষভ পন্থ এবং অস্ট্রেলিয়ারই ব্রায়েন ট্যাবের সর্বাধিক সাত ব্যাটারকে আউট করেছিলেন। সেই নজির টপকে এই ম্যাচে আটটি ক্যাচ ধরে ইতিহাস সৃষ্টি করলেন ক্যারি। 

প্রসঙ্গত, কুইন্টন ডি'কক কিপার হিসেবে নিজের অভিষেকে নয়টি আউট করেন। তবে তার আগেই তিনি কিপিং গ্লাভস ছাড়া এক ম্যাচ খেলে ফেলেছিলেন।

ব্যাট হাতে দ্বিতীয় ইনিংসে আহত ডেভিড ওয়ার্নারের বদলে ব্যাটিং ওপেন করেন ক্যারি। যদিও ব্যাট হাতে (প্রথম ইনিংসে ১২ রান ও দ্বিতীয় ইনিংসে নয় রান) তিনি এই ম্যাচে দাগ কাটতে ব্যর্থ। হঠাৎ করেই 'সেক্সটিং' কান্ডে টিম পেইনের নাম জড়ানোয় অধিনায়কত্ব ছাড়ার পাশপাশি ক্রিকেট থেকেও সাময়িক সময়ের জন্য সরে দাঁড়ান তিনি। এরপরে অজি কিপার কে হবেন তা নিয়ে সাময়িক চিন্তা থাকলেও প্রথম ম্যাচে গ্লাভস হাতে ক্যারির পারফরম্যান্স অস্ট্রেলিয়া দল এবং সমর্থকদের আশ্বস্তই করবে।

আরও পড়ুন

×