ড্রয়ে শুরু বাংলাদেশের সাফ মিশন

গোল করতেই পারল না বাংলাদেশ। ছবি-বাফুফে
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২১ | ১০:৩৪ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২১ | ১০:৩৪
জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিল বাংলাদেশের মেয়েরা। মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে নিজেদের নতুন মিশনের শুরুটা জয় দিয়ে রাঙাতে চেয়েছিল তারা। কিন্তু লক্ষ্যটা পূরণ হলো না। শুরুতেই হোঁচট খেতে হলো দেশের মেয়ে ফুটবলারদের।
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে নেপালের বিপক্ষে ম্যাচটি গোলশূন্যতে ড্র করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল।
প্রথমার্ধে একের পর এক অতর্কিত আক্রমণে নেপালের রক্ষণভাগকে রীতিমতো ব্যস্ত করে তুলে বাংলাদেশের আক্রমণভাগের ফুটবলাররা। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। প্রথমর্ধ শেষ হয়েছে গোলশূন্যতেই।
দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরো বাড়ায় বাংলাদেশ। ৫৪ মিনিটে ঋতুপর্ণার শট থেকে নিশ্চিত গোল বাঁচান বিমলা বিকে। গোলরক্ষক অঞ্জনা জায়গা ছেড়ে বেরিয়ে এলেও গোললাইন সেভ করেন বিমলা। ৮৭ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে নেওয়া মনিকার বাঁ পায়ের শট দুর্দান্ত দক্ষতায় ফিস্ট করে ফেরান অঞ্জনা। শেষ পর্যন্ত সফল নেপাল। বাংলাদেশের মেয়েরা প্রতিপক্ষের ডিফেন্স তছনছ করেও গোল আদায় করতে পারেনি।
দিনের আরেক ম্যাচে বড় জয় পেয়েছে ভুটান। সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে ভুটান ৫-০ গোলে হারায় শ্রীলঙ্কাকে। ভুটানের পেমা ইয়াঙ্গম দুটি এবং শেরিং ও সোনাম লামো একটি করে গোল করেন। অন্য গোলটি আসে আত্নঘাতির মাধ্যমে। আগামী সোমবার স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হবে ভুটান।