ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

নবম বিবাহবার্ষিকীতে সাকিব-শিশিরের শুভেচ্ছা বিনিময়

নবম বিবাহবার্ষিকীতে সাকিব-শিশিরের শুভেচ্ছা বিনিময়

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২১ | ০৫:৩২ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২১ | ০৫:৩২

বহু তরুণীর হৃদয় হরণ করেছেন বাংলাদেশের ক্রিকেট সুপারস্টার সাকিব আল হাসান। এই অবস্থা বিয়ের পরও চলে আসছে। কিন্তু সাকিবের হৃদয় হরণ করেছিলেন একজন। তিনি যুক্তরাষ্ট্রপ্রবাসী উম্মে আহম্মেদ শিশির। ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে দুজনের পরিচয়। পরিচয় থেকে লাজুক সাকিব কীভাবে যেন প্রেমে পড়ে যান শিশিরের। 

এরপর ২০১২ সালের ১২ ডিসেম্বর-বিরল এই দিনটিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। আজ তাদের নবম বিবাহ বার্ষিকী। ইতোমধ্যেই দুই মেয়ে ও এক ছেলের বাবা ও মা হয়েছেন সাকিব ও শিশির।

বিবাহবার্ষিকীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে যুগলবন্দী পোস্ট দিয়েছেন সাকিব-শিশির উভয়ে। নিজের ফেসবুক পেজে এক ছবি পোস্ট করে বিশ্বসেরা অলরাউন্ডার লেখেন, 'আমার মানুষটির সঙ্গে নয় বছর এবং সবসময়ের জন্য। বছর চলে যায় কিন্তু আমার প্রতিদিনের স্বপ্ন হয়ে তুমিই থাকো। শুভ বিবাহবার্ষিকী।'

বিবাহবার্ষিকী উপলক্ষে শিশিরও সাকিবের সঙ্গে এক হাস্যোজ্জ্বল ছবি পোস্ট দিয়ে দিয়েছেন নিজের অফিশিয়াল ফেসবুক পেজে। সেখানে সাকিবপত্নী লেখেন, 'এভাবেই অনেক হাসির সঙ্গে আমরা ৯টি বছর কাটিয়ে দিয়েছে। মূল্যবান মুহূর্ত, দুঃখ, কান্না, আবেগের মিশেল! কারণ আমরা এখন একে অপরের প্রতি ভরসা করি এবং সবসময় করব। শুভ নবম বিবাহবার্ষিকী, আলহামদুলিল্লাহ।'

সাকিব-শিশিরের ৯ বছরের সংসারে এসেছে তিন সন্তান। ২০১৫ সালে জন্ম হয় বড় মেয়ে অ্যালাইনা হাসান অব্রির। গত বছরের ২৪ এপ্রিল দ্বিতীয় মেয়ে আসে তাদের কোলজুড়ে। সাকিবের দ্বিতীয় মেয়ের নাম ইররাম হাসান। তৃতীয় সন্তান ছেলে আইযাহ আল হাসানের জন্ম হয়েছে গত মার্চে।

আরও পড়ুন

×