ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ম্যাচ চলাকালে ফুটবলারের মৃত্যু

ম্যাচ চলাকালে ফুটবলারের মৃত্যু

সোফিয়ান লুকার-আলজেরিয়ান ফুটবলার

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২১ | ০১:৪৯ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২১ | ০১:৫৩

বড়দিনের পরেই দুঃসংবাদের কালো মেঘ আলজেরিয়ার ক্রীড়াঙ্গনে। ফুটবল মাঠে ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক খেলোয়াড়ের। ঘটনাটি ঘটেছে আলজেরিয়ায়। নিহত খেলোয়াড়ের নাম সোফিয়ান লুকার।  

হোম সেকেন্ড ডিভিশন ম্যাচ চলাকালীন নিজের গোলরক্ষকের সঙ্গে ধাক্কা খেয়েছিলেন তিনি। তারপর চোট সারিয়ে মাঠে খেলছিলেন তিনি। কিন্তু এরপরেই লুকার মাঠের মধ্যেই মাটিতে লুটিয়ে পড়েন। এরপরেই মারা যান ৩০ বছর বয়সী সোফিয়ান। 

চিকিৎসকরা বলছেন তার হার্ট অ্যাটাক হয়েছিল। তার মৃত্যুর পর দুই দলের খেলোয়াড়রা পুরোপুরি ভেঙে পড়ে। এর পর ম্যাচটি বাতিল হয়ে যায়। ম্যাচ বাতিল না হওয়া পর্যন্ত মৌলুদিয়া সাইদা এএসএম ওরানের বিপক্ষে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল। সোফিয়ান লুকার দলের অধিনায়কও ছিলেন। লুকারের এই ঘটনার পরে সতীর্থরা কান্নায় ভেঙে পড়েন। খবর গালফ টুডের

আরও পড়ুন

×