ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

আগের রাতে ঘুমাতে পারেননি মুমিনুল

আগের রাতে ঘুমাতে পারেননি মুমিনুল

জয় নিশ্চিত করেই মাঠ ছাড়লেন মুমিনুল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২২ | ২২:৩৯ | আপডেট: ০৫ জানুয়ারি ২০২২ | ০১:০০

এই টেস্ট শুরুর আগে বাংলাদেশের পাড় সমর্থকও হয়তো ভাবেনি এত ভালো খেলবে টাইগাররা। বাংলাদেশের জন্য ড্র করাই যেখানে স্বপ্ন সেখানে রেকর্ড গড়েই কিউইদের দূর্গ চূর্ণ করে ফেলে মুমিনুলের দল। ড্র ছাপিয়ে উঁকি দিয়েছে জয়। আজকের দিনটি বাংলাদেশের টেস্ট ইতিহাসের স্মরণীয়তম দিন।

ইতিহাসগড়া জয়ের আগের রাতে সারারাত নির্ঘুম ছিলেন টাইগার দলপতি মুমিনুল হক। নিউজিল্যান্ডের মাটিতে ঐতিহাসিক জয়ের পর সংবাদ সম্মেলনে মুমিনুল জানালেন, ফলাফলের চিন্তায় না গিয়ে প্রক্রিয়া মেনে পরিকল্পনার বাস্তবায়নের দিকে ধাবিত হওয়াই ছিল দলের লক্ষ্য।

মুমিনুল জানালেন, 'গতকাল রাতে রুমে যাওয়ার পর সত্যি কথা বলতে আমি ঘুমাতে পারিনি। যখনই ওদের পাঁচটা উইকেট পড়ে গেল, মনে হচ্ছিল ওরা বেশি রান করতে পারে আবার কম রানও করতে পারে। এই টেনশনে আমার ঘুম একটু কম ছিল।'

মুমিনুলের ভাষায়, 'আমরা ফল নিয়ে কিন্তু চিন্তা করিনি। আমি এখন বললে হয়তো অনেকে বলবে লোকটা পাগল হয়ে গিয়েছে। আমাদের ভেতরে ছিল, প্রক্রিয়া অনুযায়ী যেন খেলতে পারি। যেমন ব্যাটিংয়ের সময় লক্ষ্য ছিল লম্বা সময় ধরে খেলার। বোলিংয়ে একটা জায়গায় বল করা।'

এবাদতের দুর্দান্ত স্পেলের পরেও নিজেদের শান্ত রেখেছে বাংলাদেশ দল। শেষ বল পর্যন্ত অপেক্ষা করে ছে তারা। মুমিনুল জানায়, 'শেষ বেলায় ইবাদত যখন হঠাৎ করেই উইকেট নিল, তখন মনে হলো, এ টেস্ট জেতার জন্য যাচ্ছি। আজ অলআউট হওয়ার পর নিশ্চিত হয়েছি। তবে বাড়তি উত্তেজনা কাজ করছিল না। টিভিতে দেখতে থাকলে দেখবেন, আমরা সবাই শান্ত থাকার চেষ্টা করেছি। বল ধরে ধরে খেলার চেষ্টা করেছি—ব্যাটিং, বোলিং। ব্যাটিংয়ে শুরুতে চাপে ছিলাম। মুশফিক ভাই ওই দুইটা রান নেওয়ার পরই মনে হয়েছে জিতেছি।'

আরও পড়ুন

×