বেনজেমার ৩০০তম গোলের দিনে রিয়ালের বড় জয়

রিয়াল মাদ্রিদ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২২ | ০১:০৯ | আপডেট: ০৯ জানুয়ারি ২০২২ | ০১:০৯
গেটাফের মাঠে আগের ম্যাচের হার দমাতে পারেনি লস ব্লাঙ্কোদের, নতুন উদ্যমে ফিরে এসেছে কার্লো আনচেলত্তির দল। ভ্যালেন্সিয়াকে উড়িয়ে জয়ে ফিরেছে রিয়াল। শনিবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে স্প্যানিশ লা লিগার ম্যাচে ভ্যালেন্সিয়াকে ৪-১ গোলে হারায় রিয়াল মাদ্রিদ।
সান্তিয়াগো বার্নাব্যুতে শুরু থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় রিয়াল। যদিও গোলের দেখা পাচ্ছিল না। বিরতিতে যাওয়ার দুই মিনিট আগে বাধার দেয়াল ভাঙে। ম্যাচের ৪৩তম মিনিটে পেনাল্টি স্পট থেকে বল জালে পাঠিয়ে দেন বেনজেমা। আর সেই সঙ্গে করিম বেনজেমা চতুর্থ খেলোয়াড় হিসেবে রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে চড়িয়ে ছুঁলেন ৩০০ গোলের রেকর্ড। রিয়াল মাদ্রিদের ৩০০ গোলের ক্লাবে যোগ দিতে বেনজেমাকে খেলতে হলো ৫৮৪টি ম্যাচ। তার সামনে ৩৯৬ ম্যাচে ৩০৮ গোল নিয়ে তিন নম্বরে আছেন আর্জেন্টাইন কিংবদন্তি আলফ্রেড ডি স্টেফানো। ৭৪১ ম্যাচে ৩২৩ গোল নিয়ে দুই নম্বরে আছেন স্প্যানিশ কিংবদন্তি রাউল গঞ্জালেজ আর ৪৩৮ ম্যাচে ৪৫০ গোল নিয়ে রিয়াল মাদ্রিদের সর্বোচ্চ গোলদাতা ক্রিশ্চিয়ানো রোনালদো।
বিরতি থেকে ঘুরে এসে দ্বিতীয় গোল পেতে দেরি হয়নি রিয়ালের। ম্যাচের ৫২তম মিনিটে চোখজুড়ানো এক গোলের দেখা পান ভিনিসিয়াস। ৬১তম মিনিটে নিজের দ্বিতীয় গোলে ব্যবধান আরও বাড়ান তিনি। আসেনসিওর শট গোলরক্ষকের হাতে লেগে ফিরে আসলে হেডে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান এই তারকা। ৭৬তম মিনিটে মার্কোস আন্দ্রে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় ভালেন্সিয়া। গেদেসের স্পট কিক ঝাপিয়ে কোর্তোয়া ঠেকিয়ে দিলেও ফিরতি বল হেডে জালে পাঠান পর্তুগিজ মিডফিল্ডার। ৮৮তম মিনিটে স্কোরলাইন ৪-১ করেন বেনজেমা। মঁদির পাস থেকে জাল খুঁজে নেন ৩৪ বছর বয়সী এই স্ট্রাইকার। এর মাঝে একটি গোল পরিশোধ করে ভ্যালেন্সিয়ার গঞ্জালো গেদেজ।
লিগে ২১ ম্যাচে রিয়ালের এটি ১৫তম জয়। ৪ ম্যাচে ড্র করার বিপরীতে ২টি ম্যাচে হেরেছে তারা। ৪৯ পয়েন্ট নিয়ে টেবিলে রিয়ালের অবস্থান সবার শীর্ষে। ভ্যালেন্সিয়া ২০ শ্যাচে ২৮ পয়েন্ট নিয়ে রয়েছে টেবিলের নবম স্থানে।
- বিষয় :
- রিয়াল মাদ্রিদ
- ভ্যালেন্সিয়া
- লা লিগা