ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

পাকিস্তান সফরের পক্ষে সুজন

পাকিস্তান সফরের পক্ষে সুজন

ছবি: ফাইল

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১২ অক্টোবর ২০১৯ | ০১:২৯

বাংলাদেশ ক্রিকেট দল শেষবার পাকিস্তান সফর করেছে ২০০৮ সালে এশিয়া কাপে। নিরাপত্তাজনিত কারণে গত দশ বছর দেশটিতে জাতীয় দল পাঠায়নি বিসিবি। এজন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডকে আর্থিক ক্ষতিপূরণও দিতে হয়েছে বোর্ডকে। বাংলাদেশ না যাওয়ায় ২০১৫ সালের পর পাকিস্তানও খেলতে আসেনি। আবারও জাতীয় দলের পাকিস্তান সফর সামনে। আগামী বছরের শুরুতেই টেস্ট ও টি২০ সিরিজ খেলতে পাকিস্তানে যেতে পারে বাংলাদেশ। টাইগারদের এই সফর নিয়ে বিসিবির পরিচালকরাই দু'ভাগে বিভক্ত।

বিসিবির দুই পরিচালক নাঈমুর রহমান দুর্জয় ও খালেদ মাহমুদ সুজন পাকিস্তান সফর নিয়ে ভিন্ন ভিন্ন মত দিয়েছেন। নিরাপত্তার কারণেই পাকিস্তানে গিয়ে খেলার পক্ষে না দেশের প্রথম টেস্ট অধিনায়ক দুর্জয়, 'শত শত নিরাপত্তাকর্মী অস্ত্র হাতে চারদিক ঘিরে রাখবে। স্টেডিয়ামের গ্যালারি ফাঁকা থাকবে। এসব দেখলেই তো ক্রিকেটারদের মনের ভেতরে নিরাপত্তা নিয়ে উদ্বেগ কাজ করবে। আর নিরাপত্তাজনিত মানসিক চাপ নিয়ে ক্রিকেট খেলা যায় না। আমি মনে করি, পাকিস্তানে গিয়ে খেলার মতো পরিবেশ এখনও আসেনি।'

জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ আবার পাকিস্তানে যাওয়ার পক্ষে, 'শ্রীলংকা তো খেলে গেল। ভালোই নিরাপত্তা দিয়েছে পিসিবি। এ রকম নিরাপত্তা নিশ্চিত হলে খেলতে যেতে কোনো সমস্যা দেখি না। আর নিরাপত্তা তো সারা পৃথিবীরই সমস্যা। শ্রীলংকাতেও কিছুদিন আগে হামলা হয়েছে। আমরা তো খেলে এসেছি। নিউজিল্যান্ড, ইংল্যান্ডেও হামলার ঘটনা ঘটে। এভাবে চিন্তা করলে পৃথিবীর কোথাও খেলা হবে না।' সম্প্রতি শ্রীলংকা দল পাকিস্তান খেলতে যাওয়ায় বাংলাদেশ দলের ওপর একটা অদৃশ্য চাপ ঠিকই তৈরি হয়েছে।

আরও পড়ুন

×