ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

মিরপুরে স্মৃতিকাতর সিডন্স

মিরপুরে স্মৃতিকাতর সিডন্স

১১ বছর পর আবার হোম অব ক্রিকেটে জেমি সিডন্স। ছবি-বিসিবি

সেকান্দার আলী

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২২ | ০২:১৯ | আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২২ | ০২:১৯

শৈশব পেরিয়ে স্টেলা এখন কৈশোরে। তার শিশুকালের স্মৃতিগুলো হয়তো ঝাপসা হয়ে গেছে শুধু একটি শব্দ ছাড়া। ওই একটি শব্দই স্টেলাকে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের বাঁধনে বেঁধে রেখেছে আজও। ড্যাডি নয়, জেমি সিডন্স হলেন স্টেলার 'বাবা'। গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে স্মৃতিকাতর জেমি জানান, মেয়ে তাকে বাবা বলেই ডাকে। বন্ধুবর আহমেদ সাজ্জাদুল আলম ববির সঙ্গে এক ঘণ্টার আড্ডায় কতশত স্মৃতিই না রোমন্থন করলেন জাতীয় দলের সাবেক এই প্রধান কোচ। 

ড্রেসিংরুমে সংগীত চালু করা, পরিবার নিয়ে ঢাকায় বসবাস, সাভারের বেদেপল্লিতে বেড়াতে যাওয়া, পথশিশুদের সঙ্গে পথ হাঁটা- এই সেদিনের ঘটনা মনে হয় জেমির কাছে। টাইম মেশিনে ১২ বছর পেছনে গিয়ে নিজেকে টগবগে তরুণ দেখতে পান। প্রেসিডেন্ট বক্সের বারান্দায় দাঁড়িয়ে পুরোনো স্বাদ আস্বাদন করেন দু'চোখ ভরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম দেখে। জেমির বয়স বেড়েছে এক যুগে। ছেলেমেয়েরা বড় হয়ে গেছে। তার শেষ দেখা ঢাকার সঙ্গে আজকের ঢাকা বদলে গেছে অনেক। শুধু পরিবর্তন হয়নি তার স্মৃতিগুলো।

২০০৭ সালের টি২০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া দলের আবাস ছিল একই হোটেলে। জেমি তখন অস্ট্রেলিয়া দলের ব্যাটিং কোচ। বাংলাদেশ দলের জন্য তখন প্রধান কোচ খুঁজছিল বিসিবি। প্রস্তাব পেয়ে লুফে নেন জেমি। বিশ্বকাপ শেষে যোগ দেন বিসিবির চাকরিতে। প্রথম অ্যাসাইনমেন্টেই নিউজিল্যান্ড গিয়েছিলেন দল নিয়ে। যে সফরে মোহাম্মদ আশরাফুল ছিলেন অধিনায়ক, আহমেদ সাজ্জাদুল আলম ববি ম্যানেজার। অস্ট্রেলিয়া দলের ড্রেসিংরুমের কিছু জিনিস বাংলাদেশ দলের ড্রেসিংরুমেও চালু করার উদ্যোগ নেন তিনি। 

জেমির উদ্যোগেই ড্রেসিংরুমের থিম সং 'আমরা করব জয়' চালু হয়। আড্ডার পরিবেশ গাঢ় করতে সে প্রসঙ্গ নিয়ে এলেন টাইগার ব্যাটিং কোচ। বিসিবি পরিচালক ববির মুখেই শোনা যাক বাকিটা, 'জেমি খুব রোমাঞ্চিত। পুরোনো কথাগুলো মনে করছিল। সে যে ড্রেসিংরুমের প্রেরণাদায়ী সংগীতের প্রচলন করেছে, সেটা বলল। জেমি দায়িত্ব নেওয়ার আগে ড্রেসিংরুমের কোনো গান ছিল না। মিটিংয়ে সে যখন বলল, একটি গান চালু করতে চায়, তখন আশরাফুল বলল- আমি একটি গান দিতে চাই। যেটা আমার খুব পছন্দের- আমরা করব জয়। আশরাফুলকে দাঁড় করিয়ে গানটা শুনল এবং বলল, এটাই গাওয়া হবে এখন থেকে। ওর মেয়ে যে ওকে বাবা বলে, সেটা নাকি তার খুব ভালো লাগে।'

কোচ জেমির প্রথম অধিনায়ক ছিলেন আশরাফুল। যিনি কিনা নির্বাচন করেছিলেন ড্রেসিংরুমের থিম সংটি। গতকাল স্মৃতিকাতর হলেন আশরাফুলও, 'জেমি বলছিলেন, আমাদের একটি উইলিং থিম সং হওয়া উচিত। অস্ট্রেলিয়া দলের ড্রেসিংরুমে যেমন সেরা পারফরমারকে মাঝখানে রেখে গোল হয়ে গাওয়া হয় উইলিং পারফরম্যান্স। তিনি চাইলেন বাংলাদেশের ড্রেসিংরুমে তেমন কিছু করতে। মাশরাফি, তামিমদের সঙ্গে কথা বলে আমি তখন এই গানটি প্রস্তাব করি এবং গেয়ে শোনাই। জেমি অর্থ জানতে চাইল। ববি ভাই ইংরেজিতে অনুবাদ করে দেওয়ার পর কোচ বলল, তারও পছন্দ হয়েছে। সিডরে ক্ষতিগ্রস্তদের অর্থায়নে যে প্রীতি ম্যাচ হয়, সেই ম্যাচ জেতার পর গানটি প্রথম গাওয়া হয়। শুনে ভালো লাগল জেমি ঘটনাটা মনে রাখায়। ওর নতুন অভিযান সফল হোক।'

জেমি এবার জাতীয় দলের ব্যাটিং কোচ। জাতীয় দলে আগের সেই কর্তৃত্ব দেখাতে পারবেন না। তবে চেষ্টা করলে নাঈম শেখ, আফিফ হোসেনদের ব্যাটিং ঘষে-মেজে তামিম ইকবাল, সাকিব আল হাসানদের মতো স্কিলফুল করে দিতে পারবেন।

আশরাফুলেরও তা-ই মত, 'সে তখন অস্ট্রেলিয়া দলের ব্যাটিং কোচ ছিল। জাতীয় দলের প্রধান কোচ হিসেবে কাজের অভিজ্ঞতা ছিল না। তার সময়ে দল হিসেবে খুব ভালো করতে না পারলেও সাকিব,

তামিম, মুশফিকদের ব্যাটিং নিয়ে অনেক কাজ করেছেন। এই এক যুগে জেমির অনেক অভিজ্ঞতা হয়েছে। আমার বিশ্বাস, এখন আরও ভালো কাজ করবেন।'

আরও পড়ুন

×