ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

পাইপলাইনের ধারণা নিলেন সিডন্স

পাইপলাইনের ধারণা নিলেন সিডন্স

জেমি সিডন্স

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২২ | ০৩:০৬ | আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২২ | ০৩:০৬

জেমি সিডন্স করিৎকর্মা মানুষ। জাতীয় দলের প্রধান কোচ থাকার সময় দৌড়ে দৌড়ে কাজ করতেন। সবকিছুতেই খেয়াল রাখা তার অভ্যাস। এক যুগ পরে এই ৫৭ বছর বয়সেও আগের মতোই চটপটে রয়ে গেছেন তিনি। ঢাকায় পৌঁছানোর এক দিন পর কাজে নেমে পড়েছেন তামিম ইকবালদের এ ব্যাটিং পরামর্শক কোচ। আপাতত টেবিল ওয়ার্ক নিয়ে ব্যস্ততা তার। 

গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে লম্বা মিটিং করেন জাতীয় দল নির্বাচকদের সঙ্গে। জাতীয় দল এবং এইচপি ক্রিকেটারদের সম্পর্কে ধারণা নিতে চেষ্টা করেন তিনি। আজ তাকে জাতীয় পুলের ৩৬ জনের একটি তালিকা দেওয়া হবে স্টাডি করার জন্য।

২০১১ সালে চুক্তির মেয়াদ পূর্ণ করে দেশে ফিরে গেলেও বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে পরোক্ষে যুক্ত ছিলেন জেমি। জাতীয় দলের ম্যাচ দেখতেন টিভিতে। তামিম, সাকিবের সঙ্গে কম বেশি যোগাযোগও হতো। ব্যাটিং টিপস নেওয়ার জন্য জেমির সঙ্গে দু-একবার যোগাযোগও করেছেন তামিম। জাতীয় দলের সাবেক সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের কাছ থেকে খোঁজখবর নিতেন নিয়মিত। সাবেক এবং বর্তমান বোর্ড পরিচালকদের কয়েকজনের সঙ্গেও কমবেশি যোগাযোগ রেখেছিলেন তিনি। সেদিক থেকে জাতীয় দলের ক্রিকেটারদের সম্পর্কে মোটামুটি ধারণা রয়েছে তার। 

বিসিবির চাকরি নিশ্চিত হওয়ার পর জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে স্টাডিও করেছেন অস্ট্রেলিয়ায় বসে। তাই নির্বাচকদের কাছ থেকে বেশি জানার চেষ্টা করেন পাইপলাইন ও রিজার্ভ বেঞ্চের খেলোয়াড়দের সম্পর্কে। এ ব্যাপারে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, 'জেমি ছেড়ে গেছেন অনেক আগে। তার সময়ের বেশ কয়েকজন ক্রিকেটার জাতীয় দলে থাকলেও বেশিরভাগের সম্পর্কে খুব বেশি জানা নেই। মূলত খেলোয়াড়দের সম্পর্কে ধারণা নিতে আলোচনা করা। সকাল থেকেই আমরা বোর্ডে ছিলাম। কে কেমন, কার কোথায় উন্নতি করতে হবে সে বিষয়ে জানতে চেয়েছেন কোচ। আমরা নাম ধরে ধরে ব্রিফ করেছি। কাল (আজ) ছবিসহ ৩৬ জনের একটি তালিকা দিয়ে দেব, যাতে করে কাজে নামার আগে খেলোয়াড়দের চিনে নিতে পারেন। বিশেষ করে জাতীয় দল এবং এইচপির ক্রিকেটারদের নিয়ে কথা বেশি হয়েছে।'

জাতীয় দলের পাশাপাশি এইচপির ব্যাটারদেরও সময় দিতে রাজি হয়েছেন জেমি। পাইপলাইন থেকে স্কিল সম্পন্ন ক্রিকেটারদের জাতীয় দলে তুলে আনতেই এ উদ্যোগ নেওয়া বিসিবির। প্রধান নির্বাচক নান্নু বলেন, 'এইচপি থেকে বেশ কয়েকজন জাতীয় দলে খেলছে। সামনে এখান থেকেই ক্রিকেটার উঠে আসবে। ব্যাটিংয়ের বেসিকটা এখনই ঠিক করে নিতে পারলে আন্তর্জাতিক ক্রিকেটে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে না। আমি জেমিকে অনুরোধ করায় এইচপির ব্যাটারদের নিয়েও কিছু সেশন করতে রাজি হয়েছে।' 

বাংলাদেশের ক্রিকেট সংস্কৃতি এবং খেলোয়াড়দের মানসিকতা সম্পর্কে ভালো ধারণা থাকায় কাজ করা সহজ হতে পারে জেমির জন্য। নির্বাচক হাবিবুল বাশারও তাই মনে করেন, 'কাজের পূর্ব অভিজ্ঞতা থাকায় জেমি ব্যাটারদের পালস বুঝতে পারবেন। সিনিয়র ক্রিকেটারদের কাছ থেকে সবার সম্পর্কে ধারণা পাবেন। সবচেয়ে ভালো দিক হলো, জেমি খেলা দেখেন। আজ (গতকাল) ম্যাচ দেখার জন্য বিকেল ৫টা পর্যন্ত অপেক্ষা করেছে। ক্যাম্প শুরুর আগে বিপিএলের ম্যাচ দেখে পরিস্কার ধরণা হয়ে যাবে তার। ক্যাম্পের সময় যেটা কাজে দেবে আমার বিশ্বাস।' 

ঢাকায় এ মুহূর্তে অন্য কোনো কাজ নেই জেমির। বিপিএলের ম্যাচ দেখা এবং ব্যাটারদের নিয়ে পরিকল্পনা করাই কাজ তার।

আরও পড়ুন

×