শামীমের অর্ধশতক, ঢাকার লক্ষ্য ১৪৯

দুর্দান্ত অর্ধশতক হাঁকালেন শামীম। ছবি-ইউসুফ আলী
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২২ | ০২:৩৪ | আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২২ | ০২:৪১
বিপিএলের ২৩ তম ম্যাচে আজ মিনিস্টার ঢাকার মুখোমুখি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। শুরুতে ব্যাট করতে নেমে শামীম হোসেন পাটোয়ারির ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৪৮ রান তুলেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ফলে জিততে হলে মিনিস্টার গ্রুপ ঢাকাকে করতে হবে ১৪৯ রান।
এর আগে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন মিনিস্টার ঢাকার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। এই ম্যাচে চট্টগ্রামকে নেতৃত্ব দিচ্ছেন আফিফ হোসেন ধ্রুব।
টস হেরে ব্যাট করতে নেমে ১ রানেই সাজঘরে ফেরেন চট্টগ্রামের ওপেনার জাকির হাসান। আরেক ওপেনার উইল জ্যাকস করেন ২৬ রান। ব্যাট হাতে মাত্র ২ রানে ফেরেন মিরাজ। দ্বিতীয় উইকেটে ব্যাট করতে নেমে ২৭ রান করেন দলনেতা আফিফ হোসেন ধ্রুব। আকবর আলি ব্যক্তিগত খাতায় যোগ করতে পেরেছেন ৯ রান।

ষষ্ঠ উইকেট জুটিতে বেনি হাওয়েলকে সঙ্গে নিয়ে ৫৮ জুটি গড়েন শামীম হোসেন পাটোয়ারি। তাতেই ১৪৮ রানের চ্যালেঞ্জিং স্কোর পেয়ে যায় চট্টগ্রাম। দলের ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করেন শামীম। ৩৭ বলে খেলা ইনিংসটি ৭টি চার এবং একটি ছয়ে সাজানো। ২৪ রানে হাওয়েল এবং শূন্যরানে মৃতুঞ্জয় অপরাজিত থাকেন। ঢাকার পক্ষে একটি করে উইকেট পেয়েছেন ছয়জন বোলার।
একাদশে জায়গা হারিয়েছেন গত চার ম্যাচে চট্টগ্রামের অধিনায়কের দায়িত্ব পালন করা নাঈম ইসলাম। আফিফ জানিয়েছেন, নাঈমের একাদশ থেকে বাদ পড়ার পেছনে চোটজনিত কোনো সমস্যা নেই। এর আগে প্রথম চার ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ।
মিনিস্টার ঢাকা:
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, নাঈম শেখ, শুভাগত হোম, আরাফাত সানি, এবাদত হোসেন,ইমরানুজ্জামান, মাশরাফি বিন মুর্ত্তজা, মোহাম্মদ শাহজাদ, ফজল হক ফারুকি এবং কায়েস আহমেদ।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স:
আফিফ হোসেন (অধিনায়ক), আকবর আলী, বেনি হাওয়েল, মেহেদি হাসান মিরাজ, উইল জ্যাকস, চ্যাডউইক ওয়াল্টন, শরিফুল ইসলাম, শামিম হোসেন, নাসুম আহমেদ, জাকির হোসেন এবং মৃত্যুঞ্জয় চৌধুরী।