ব্যাটিং কোচ অ্যাশওয়েলের পদত্যাগ

টাইগারদের ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২২ | ০৬:০০ | আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২২ | ০৬:৩৬
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের পদ থেকে পদত্যাগ করেছেন অ্যাশওয়েল প্রিন্স। খবর দক্ষিণ আফ্রিকার ইনডিপেন্ডেন্ট অনলাইনের (আইওএল)। পত্রিকাটি জানিয়েছে, দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের সফরে থাকছেন না তিনি।
গত বছরের জুলাইয়ে বাংলাদেশ দলের দায়িত্ব পান প্রিন্স। আগামী অক্টোবর-নভেম্বর পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তি ছিল তার। কিন্তু হঠাৎ করেই চুক্তি শেষ হওয়ার আগেই পদত্যাগ করেছেন তিনি।
আইওএল জানিয়েছে, পরিবারকে আরও সময় দিতে পদত্যাগ করেছেন দক্ষিণ আফ্রিকার হয়ে ৬৬ টেস্ট, ৫২ ওয়ানডে ও ১টি টি-টোয়েন্টি খেলা সাবেক এই ক্রিকেটার।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে বাংলাদেশ দলের সঙ্গে সময়টা ভালো কাটেনি ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্সের। বিশ্বকাপ থেকে শুরু করে পাকিস্তান সিরিজে ব্যাটিং ব্যর্থতায় ভুগছে টাইগাররা। এমতাবস্থায় আফগানিস্তান সিরিজের ঠিক আগমুহূর্তে পদত্যাগ করেছে দক্ষিণ আফ্রিকান এই কোচ।
- বিষয় :
- অ্যাশওয়েল প্রিন্স
- বিসিবি
- বাংলাদেশ
- ব্যাটিং কোচ