ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

পাকিস্তানের নতুন পেস বোলিং কোচ টেইট

পাকিস্তানের নতুন পেস বোলিং কোচ টেইট

শন টেইট

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২২ | ০৬:৫৪ | আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২২ | ০৬:৫৪

বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ভারপ্রাপ্ত প্রধান কোচের দায়িত্ব পালন করছেন শন টেইট। তবে এর মাঝেই বড় খবর পেলেন অস্ট্রেলিয়ার সাবেক ফাস্ট বোলার। এক বছরের জন্য তাকে পাকিস্তানের পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। টেইটের নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। 

আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে ব্যাটিং কোচ হিসেবে থাকবেন মোহাম্মদ ইউসুফ। এছাড়া মেয়াদ বাড়ানো হয়েছে প্রধান কোচ সাকলাইন মুশতাকের। আরও এক বছর দায়িত্বে থাকবেন মুশতাক।

এর আগে আফগানিস্তানের পেস বোলিং পরামর্শক হিসেবে কাজ করেছেন টেইট। ২০২১ সালে আগস্টে পাঁচ মাসের জন্য দায়িত্ব নেন তিনি। তবে মেয়াদ শেষ হওয়ার এক মাস আগেই পদত্যাগ করেন। এছাড়া অস্ট্রেলিয়ার টি-২০ টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে মেলবোর্ন রেনেগেডস ও আবুধাবি টি-১০ ক্রিকেট লিগে বাংলা টাইগার্সের বোলিং কোচ হিসেবে কাজ করেছেন তিনি।

আরও পড়ুন

×