অস্ট্রেলিয়ায় দিবা-রাত্রির টেস্টে রাজি কোহলি

ছবি: টাইমস অব ইন্ডিয়া
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২০ | ০৪:০০
অনেক ভাবনা-চিন্তার পর গোলাপি বলে দিবা-রাত্রির টেস্ট খেলেছে ভারত। ভারতের নতুন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলিতে নিতে হয়েছে বিশেষ পদক্ষেপ। গোলাপি বলের টেস্ট খেলতে তারা বেছে নিয়েছে ঘরের মাঠ। রাজি করিয়েছে বাংলাদেশকে। এখন আর দিবা-রাত্রির টেস্ট খেলতে অসুবিধা নেই ভারতের। হোক সেটা গ্যাবা কিংবা পার্থ। ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি এমন মন্তব্যই করেছেন।
মঙ্গলবার ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত। চলতি বছরেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলতে অস্ট্রেলিয়া যাবে ভারত। ওই সিরিজে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে দিবা-রাত্রির টেস্ট খেলার চ্যালেঞ্জ জানিয়েছেন অজি অধিনায়ক টিম পেইন। এছাড়া অস্ট্রেলিয়া বোর্ডও ভারতকে দিবা-রাত্রির টেস্ট আয়োজনের ব্যাপারে বলেছে।
বিরাট কোহলি তার জবাব দিয়েছেন। ভারতের তিন ফরম্যাটের এই অধিনায়ক বলেন, 'আমরা প্রস্তুত। দিবা-রাত্রির টেস্ট খেলার চ্যালেঞ্জ গ্রহণ করছি। হোক সেটা গ্যাবায় কিংবা পার্থে। এটা কোন সমস্যা না। আমরা বিশ্বের যে কোন প্রান্তে, যে কোন দলের বিপক্ষে, যে কোন ফরম্যাটে খেলতে প্রস্তুত। প্রতিদ্বন্দ্বীতা করার মতো সেই দল আমাদের আছে।'
বিরাট কোহলির নেতৃত্বে ভারত শুধু ওয়ানডে কিংবা টি-২০ ফরম্যাটে না। বিদেশের মাটিতে টেস্ট জেতা শুরু করেছে ভারত। অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার মাটিতে ভালো ক্রিকেট খেলেছে তারা। পেস আক্রমণে ভারত পেয়েছে নতুন যুগ। ইশান্ত শর্মা, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, নভদিপ সাইনি কিংবা উমেশ যাদবদের নিয়ে শক্ত পেস বোলিং আক্রমণ ভারতের।
স্পিনে আছেন অশ্বিন, কুলদীপ যাদবরা। টেস্ট ব্যাটিংয়ে আবার রোহিত শর্মা-মায়াঙ্ক আগারওয়ালদের মতো ক্রিকেটার এগিয়ে এসেছেন। কোহলি-পূজারা কিংবা অজিঙ্কা রাহানে তো আছেনই। ঋষভ পান্ত-শুভমন গিলরা জায়গা পেতে মুখিয়ে আছেন। কোহলি তাই অস্ট্রেলিয়ার মাটিতে দিবা-রাত্রির টেস্ট খেলার চ্যালেঞ্জ নিতেই পারেন।