ঢাকা বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

অভিষেকেই ট্রিপল সেঞ্চুরি, সাকিবের বিশ্বরেকর্ড

অভিষেকেই ট্রিপল সেঞ্চুরি, সাকিবের বিশ্বরেকর্ড

সাকিবুল গনি সাকিব

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২২ | ০৪:২২ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২২ | ০৪:২২

ক্যারিয়ারে প্রথমবারের মতো প্রথম শ্রেণির ম্যাচ খেলতে অবিশ্বাস্য কীর্তি গড়লেন সাকিবুল গনি সাকিব। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের অভিষেক ম্যাচে ট্রিপল সেঞ্চুরির কৃতিত্ব গড়েছেন তিনি। পাশাপাশি অভিষেকে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ডটিও তার দখলে গেল। ২২ বছর বয়সী সাকিব তার ট্রিপল সেঞ্চুরি পূর্ণ করেন ৩৮৭ বলে ৫০টি চার হাঁকিয়ে। কলকাতার সল্টলেকের যাদবপুর ক্যাম্পাসের মাঠে এই রেকর্ড গড়লেন তিনি। 

সাকিবুল গণির আগে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকে সবচেয়ে বেশি রান করার বিশ্ব রেকর্ড ছিল মধ্যপ্রদেশের ব্যাটসম্যান অজয় ​​রোহেরার নামে। হায়দরাবাদের বিপক্ষে ২০১৮-১৯ রঞ্জি মৌসুমে তিনি এই কীর্তি করেছিলেন। অজয় ​​রোহেরা তখন ২৬৭ রান করেছিলেন। কিন্তু সেই রেকর্ড ভেঙে এখন অনেকটাই এগিয়ে গিয়েছেন বিহারের সাকিবুল গণি।

এমন দুর্দান্ত ব্যাটার কেন আইপিএলে সুযোগ পেলেন না। জানা গেছে, ১২ ফেব্রুয়ারির মেগা নিলামের আগে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ঘটেনি সাকিবের। সাকিব নিলামে ওঠেননি প্রথম শ্রেণির ম্যাচ না খেলতে পারার কারণেই। আইপিএল নিলাম সপ্তাহখানেক পরে হলে বা ম্যাচটা সপ্তাহখানেক আগে হয়ে হয়তো সুযোগ পেয়েও যেতে পারতেন সাকিব।

কলকাতার সল্টলেকে যাদবপুর ক্যাম্পাসে মিজোরামের বিপক্ষে রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে শুরুটা ভালো হয়নি বিহারের। মাত্র ৭১ রানে আউট হন তার ৩ ব্যাটসম্যান। কিন্তু এরপর যা দেখা গেল তা ইতিহাসের পাতায় লিপিবদ্ধ হয়ে থাকবে। মিজোরামের বোলিংয়ের সুতো খুললেন সাকিবুল গণি ও বাবুল কুমার। এই সময়ে অভিষেক হওয়া সাকিবুল দুর্দান্ত ট্রিপল সেঞ্চুরি করে নিজের নামে নতুন বিশ্ব রেকর্ড গড়েন। বিহারের সাকিবুল গনি তার পুরো ইনিংসে ৩৪১ রান করেন। এটি করতে, তিনি ৪০৫ বল খেলেন। একইসঙ্গে এই বিশ্বরেকর্ড ইনিংসে সাকিবুল মারেন ৫৬টি চার ও ২টি ছক্কা। এই ইনিংসে বাবুল কুমারের সাথে চতুর্থ উইকেটে  ৭৫৬ বলে  ৫৩৮ রানের পার্টনারশিপ করেন তারা।

আরও পড়ুন

×