আউবামেয়াংয়ের হ্যাটট্রিকে বার্সার জয়

বার্সার জার্সিতে প্রথম হ্যাটট্রিক আউবামেয়াংয়ের
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২২ | ০১:০৮ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২২ | ০১:০৯
বার্সেলোনার জার্সিতে গোলের দেখা পেলেন গ্যাবন স্ট্রাইকার পিয়েরে এমেরিক আউবামেয়াং। একবার নয়, দু-দুবার প্রতিপক্ষের জালে বল পাঠালেন তিনি। সঙ্গে ফ্রেঙ্কি ডি ইয়ং ও পেদ্রির গোলে ভ্যালেন্সিয়াকে উড়িয়ে দিল জাভি হার্নান্দেসের দল।
লা লিগায় রোববার ভ্যালেন্সিয়ার মাঠে ৪-১ গোলের জয় তুলে নেয় বার্সেলোনা। স্বাগতিকদের পক্ষে একমাত্র গোলটি করেন কার্লোস সোলের। এ নিয়ে লা লিগায় টানা নয় ম্যাচ অপরাজিত থাকল বার্সেলোনা, সব প্রতিযোগিতা মিলে পাঁচ ম্যাচ ধরে অপরাজিত জাভি হার্নান্দেজের দল। ২৪ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এলো বার্সেলোনা। এক ম্যাচ বেশি খেলে ৪২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে নেমে গেছে অ্যাটলেটিকো মাদ্রিদ।
মেস্তায়া স্টেডিয়ামে ম্যাচের ২৩তম মিনিটেই বার্সেলোনাকে এগিয়ে নেন পিয়েরে এমেরিক আউবামেয়াং। চতুর্থ ম্যাচে এসে এটিই তার বার্সেলোনার জার্সিতে প্রথম গোল।
৩২তম মিনিটে দারুন আক্রমণে গিয়ে গোল আদায় করে নেয় বার্সেলোনা। জর্দি আলবার ক্রস থেকে ওসমান দেম্বেলে কাট ব্যাক করে বাড়িয়ে দেন ফ্রাঙ্কি ডি ইয়ংয়ের দিকে। সেখান থেকেই লক্ষ্যভেদ করেন এই ডাচ মিডফিল্ডার। ৩৮তম মিনিটেই তিন গোলে এগিয়ে যায় বার্সেলোনা। জোড়া গোল পূরণ করেন আউবামেয়াং। ৪৩ মিনিটে ভ্যালেন্সিয়ার কার্লোস সোলার বল জালে জড়ালেও রেফারি তা বাতিল করে দেয়।
৫২তম মিনিটে এক গোল শোধ দেয় ভালেন্সিয়া। গোল করেন সেই কার্লোস সোলার। ৬৩ মিনিটে দুর্দান্ত এক গোল করে বার্সেলোনার ব্যবধান বাড়ান পেদ্রি।
দিনের অন্য ম্যাচে এস্পানিওলের সঙ্গে ১-১ গোলে ড্র করে রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমানোর সুযোগ হাতছাড়া করেছে সেভিয়া।
- বিষয় :
- বার্সেলোনা
- এমেরিক আউবামেয়াং
- ভ্যালেন্সিয়া