ভাষা শহীদদের প্রতি সাকিব-তামিমদের বিনম্র শ্রদ্ধা

সমকাল ডেস্ক
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২২ | ০৬:৫২ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২২ | ০৬:৫৩
আজ মহান ২১ শে ফ্রেব্রুয়ারি, আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস। ৭০ বছর আগে ১৯৫২ সালের এই দিনে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে বাংলা মায়ের দামাল ছেলেদের রক্তে রঞ্জিত হয়েছিল রাজপথ। মাতৃভাষার অধিকার রক্ষার দাবিতে রাজপথে নেমে প্রাণ হারান সালাম, রফিক, জব্বার, বরকত, শফিকসহ আরও অনেকে।
মাতৃভাষার মর্যাদা রক্ষায় বাঙালির এই আত্মত্যাগের দিনটি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে সারা বিশ্বে। গর্ব আর শোকের এই দিনটি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করেছে জাতি। তারই ধারাবাহিকতায় ভাষা শহীদদের প্রতি শদ্ধা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা।
আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে এই মুহূর্তে বন্দর নগরী চট্টগ্রামে অবস্থান করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আফগানিস্তানের বিপক্ষে হোম সিরিজকে সামনে রেখে জৈব সুরক্ষা বলয়ে থাকায় শহীদ মিনারে গিয়ে শ্রদ্ধা নিবেদন করতে পারেননি সাকিব-তামিমরা। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাষা শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেছেন তারা।
এদিন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ভাষা শহীদদের স্মরণে লিখেছেন, ‘মহান ২১ শে ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।’
বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান লিখেছেন, ‘মায়ের ভাষার জন্য অকাতরে প্রাণ বিলিয়ে দেওয়া সকল সেরা সন্তানদের প্রতি থাকলো বিনম্র শ্রদ্ধা।’
জাতীয় দলের অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম লিখেছেন, ‘১৯৫২ সালের ভাষা শহীদদের জানাই অসীম শ্রদ্ধা। সবাইকে মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।’
এদিকে জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।’
টেস্ট অধিনায়ক মুমিনুল হক তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এক পোস্টে লিখেছেন, ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।’
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় দলের ওপেনার লিটন কুমার দাস লিখেছেন, ‘২১ শে ফেব্রুয়ারি যারা বাংলা ভাষার জন্য জীবন দিয়েছিলেন সেই সকল ভাষাশহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।’
জাতীয় দলের আরেক ওপেনার সৌম্য সরকার তার ফেসবুক পেজে লিখেছেন, ‘মৃত্যুঞ্জয়ী সকল ভাষা শহীদদের প্রতি অতল, অবনত, বিনম্র শ্রদ্ধা জানাই। একুশের চেতনায় উজ্জবিত হোক সকল বাঙ্গালির প্রান।’
এদিকে আফগানিস্তান সিরিজের দলে না থাকায় শহীদ মিনারে গিয়ে শহীদদের স্মৃতিতে শ্রদ্ধা জানানোর সুযোগ পেয়েছেন পেসার রুবেল হোসেন। সেখানে তোলা নিজের একটি ছবি পোস্ট করে ডানহাতি এই পেসার লিখেছেন, ‘বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সকল শ্রেষ্ঠ সন্তানদের, যাদের কারণে আজ মায়ের ভাষায় কথা বলতে পারছি। সকল ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করি। একুশ আমার অহংকার।’