জাতীয় অ্যাথলেটিক্স
দ্রুততম মানব-মানবী ইসমাইল ও শিরিন

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২০ | ১১:০০
জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতায় দ্রুততম মানব নৌবাহিনীর ইসমাইল এবং দ্রুততম মানবী হয়েছেন শিরিন আক্তার। বৃহস্পতিবার চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে ঘাসের মাঠে হওয়া ১০০ মিটার স্প্রিন্টে পুরুষ বিভাগে সেরা হওয়া ইসমাইল সময় নিয়েছেন ১০ দশমিক ৪০ সেকেন্ড।
গত সামার গেমসে জাতীয় রেকর্ডসহ দ্রুততম মানব হয়েছিলেন ইসমাইল। দ্রুততম মানবী হওয়া শিরিন সময় নিয়েছেন ১২ দশমিক ১০ সেকেন্ড। শিরিন জাতীয় ও সামার প্রতিযোগিতায় ১০ বার দ্রততম মানবী হয়েছেন। ঘাসের মাঠে জাতীয় অ্যাথলেটিকস হওয়ায় জাতীয় রেকর্ড লিপিবদ্ধ করা হয়নি।
বৃহস্পতিবার প্রথম দিনে মোট ১০ ইভেন্টের নিষ্পত্তি হয়েছে। ছয়টি স্বর্ণ,
চারটি রৌপ্য এবং সমান ব্রোঞ্জসহ মোট ১৪টি পদক নিয়ে শীর্ষে বাংলাদেশ
নৌবাহিনী। তিনটি স্বর্ণ, পাঁচটি রৌপ্য ও চারটি ব্রোঞ্জসহ মোট ১২টি পদক নিয়ে
দ্বিতীয় অবস্থানে আছে বাংলাদেশ সেনাবাহিনী।