ডুফা ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

ছবি: সংবাদ বিজ্ঞপ্তি
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০২ মার্চ ২০২২ | ০৮:০২ | আপডেট: ০২ মার্চ ২০২২ | ০৮:০২
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৯৫-৯৬ ব্যাচের রেজিস্টার্ড বন্ধু সংগঠন- ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস অ্যালায়েন্সের (ডুফা) আয়োজনে ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ-২০২২ সম্পন্ন হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম ইনডোরে হয় এই প্রতিযোগিতা।
প্রথমবারের মতো আয়োজিত এই ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে অসংখ্য ডুফা সদস্য অংশ নিয়েছেন। ছেলে এবং মেয়েদের প্রতিযোগিতা মিলিয়ে ৫০ জন প্রতিযোগী দিনব্যাপী প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করেন।
প্রতিযোগিতায় পুরুষ দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছেন কাঞ্চন ও রেজা জুটি। রানার্সআপ হয়েছেন দীপ্ত ও খালেদ জুটি। নারী এককে চ্যাম্পিয়ান হয়েছেন ইয়াসমিন ইভা এবং রানার্সআপ হয়েছেন সুষ্মিতা দাস।
বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন ডুফা সভাপতি বদরুল হক অনু, সাধারণ সম্পাদক নাহিদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হিমন সারোয়ার, ক্রীড়া বিষয়ক সম্পাদক মীরাজ মিঠু ও ক্রীড়া কমিটির প্রধান সাইফুল ইসলাম শান্তু। অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ছিলো মাল্টিব্র্যান্ড গ্রুপ ও পারটেক্স গ্রুপের ড্যানিশ ব্র্যান্ড। সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- ব্যাডমিন্টন
- ঢাকা বিশ্ববিদ্যালয়
- ডুফা