ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

মাহমুদুল্লাহ বললেন, ১৩০ রান হওয়ার মতো ব্যাটিং উইকেট

মাহমুদুল্লাহ বললেন, ১৩০ রান হওয়ার মতো ব্যাটিং উইকেট

ছবি: টুইটার

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৫ মার্চ ২০২২ | ০৯:০৬ | আপডেট: ০৫ মার্চ ২০২২ | ০৯:১০

আফগানিস্তানের বিপক্ষে কখনো টি-২০ সিরিজ জেতেনি বাংলাদেশ দল। এবার মাহমুদুল্লাহর সামনে ওই সুযোগ ছিল। প্রথম ম্যাচে আফগানদের বিপক্ষে ৬১ রানের রেকর্ড জয় তুলে নিয়েছিল টাইগাররা। অথচ সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে সফরকারী আফগানদের বিপক্ষে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে মাহমুদুল্লাহরা।

ম্যাচ শেষে টাইগার টি-২০ কাপ্তান জানান, উইকেট ব্যাটিং সহায়ক ছিল। কিন্তু তারা জুটি গড়তে না পারায় ভালো সংগ্রহ হয়নি দলের, ‘ব্যাট করার জন্য উইকেট ভালো ছিল। কিন্তু আমরা জুটি গড়তে পারেনি। হ্যা, এটা হয়তো ১৫০-১৬০ করার মতো উইকেট ছিল না। কিন্তু ১৩০ তোলার মতো উইকেট ছিল। আমরা খুবই হতাশ।’

টি-২০ ফরম্যাটে দুইশ’ রান ডাল-ভাত হয়ে উঠেছে। মাহমুদুল্লাহ সেখানে ১৩০-১৪০ রানের উইকেটকে ভালো আখ্যা দিলেন। দ্বিতীয় ম্যাচেও টস জিতে ব্যাটিং নেয় তিনি। কিন্তু টপ ও লোয়ার অর্ডার ব্যাটাররা রানই পাননি। বল হাতে খুব একটা খারাপ না করলেও মিস হয়েছে তিনটি সহজ ক্যাচ নেওয়ার সুযোগ।

প্রথম ম্যাচেও ক্যাচ মিস হয়েছিল। এমনকি তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষটিতেও বাংলাদেশ চারটি ক্যাচ ফেলেছিল। মাহমুদুল্লাহ ছেড়েছিলেন দুটি ক্যাচ। মুশফিকের হাত থেকে ক্যাচ পড়েছিল। যার কারণে আফগানদের বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচে হার নিয়ে মাঠ ছাড়তে হয় তামিম ইকবালের দলের।

বাজে ফিল্ডিংয়ের ওই ভুত যেন ছাড়ছেন না। ফিল্ডিং কোচ রায়ান কুককে বাদ দেওয়া হয়েছে। স্থানীয় মিজানুর রহমান বাবুল দায়িত্বে ছিলেন। এবার রাজিন সালেহ খণ্ডকালীন ফিল্ডিং কোচের দায়িত্ব নিয়েছেন। কিন্তু বাংলাদেশ দলের ফিল্ডিংয়ে চেহারা বদলায়নি।

বাজে ফিল্ডিংয়ের কারণে বিরক্ত বলে জানিয়েছেন টাইগার টি-২০ কাপ্তান মাহমুদুল্লাহ, ‘ফিল্ডিং মিস মেজাজ খারাপ হওয়ার কারণ। আমাদের ফিল্ডিংয়ে ভালো করতে হবে। ফিল্ডিংয়ে ভালো করার পথ খুঁজে বের করতে হবে। জুনে আমাদের বেশ কিছু টি-২০ ম্যাচ আছে। আশা করছি এই সমস্যা থেকে বেরোতে পারব।’

আরও পড়ুন

×