ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

ধর্ষণ মামলায় শাবির দুই শিক্ষার্থীর চার দিনের রিমান্ড মঞ্জুর

ধর্ষণ মামলায় শাবির দুই শিক্ষার্থীর চার দিনের রিমান্ড মঞ্জুর

ফাইল ছবি

শাবি প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুন ২০২৫ | ২০:৩০

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) এক ছাত্রীকে অচেতন করে ধর্ষণের মামলায় গ্রেপ্তার দুই শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। 

সোমবার সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক হারুন-অর-রশীদ এই আদেশ দিয়েছেন। এ বিষয়ে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শাবির আইন উপদেষ্টা মো. তাজউদ্দিন।

শাবির আইন উপদেষ্টা জানান, মামলার তদন্তের স্বার্থে আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে। পরে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

রিমান্ড মঞ্জুর হওয়া আসামিরা হলেন শাবির সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শান্ত তারা আদনান এবং স্বাগত দাস পার্থ।

এদিকে সোমবার সকাল ১০টার দিকে পুলিশ কারাগার থেকে আসামিদের আদালতে হাজির করে। পরে রিমান্ড শুনানির সময় আদালত চত্বরে বেশকিছু শিক্ষার্থী বিক্ষোভ করেন। বিক্ষোভের এক পর্যায়ে তারা আদালতের বারান্দায় উঠে গেলে পুলিশ তাদের সরিয়ে দেন। 

গত ২ মে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে তার দুই সহপাঠী মেসে নিয়ে অচেতন করে ধর্ষণ করে। এ সময় তারা ভুক্তভোগীর নগ্ন ভিডিও ও ছবি ধারণ করে। এ ঘটনায় গত ২০ জুন ভুক্তভোগী শিক্ষার্থী দুই সহপাঠীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। 

আরও পড়ুন

×