ওয়াচ টাওয়ার এলাকায় হাউসবোটে নিষেধাজ্ঞা
টাঙ্গুয়ার হাওরে ১৩ নিয়ম মেনে চলবে পর্যটকবাহী নৌকা

ছবি: সমকাল
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৩ জুন ২০২৫ | ২২:৩৪
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার ও আশপাশের এলাকায় (রৌয়া বিল) হাউসবোট প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন।
গত রোববার রাতে জেলা প্রশাসক (রুটিন দায়িত্বরত) মোহাম্মদ রেজাউল করিমের সই করা এ-সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে। এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সুনামগঞ্জ হাউসবোট অ্যাসোসিয়েশন। এর আগে হাওরে ঘুরতে আসা পর্যটকদের জন্য ‘অবশ্য পালনীয়’ ১৩টি নির্দেশনা জারি করে প্রশাসন।
জেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রৌয়া বিলের ওয়াচ টাওয়ার ও আশপাশের এলাকায় হাউসবোটের যাতায়াত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। একই সঙ্গে পরিবেশের ক্ষতি হয় এমন কাজ থেকে বিরত থাকতে হবে। এ ছাড়া জেলার বিভিন্ন পর্যটন স্থানে ভ্রমণের ক্ষেত্রে জেলা প্রশাসনে জারি করা নির্দেশনা মেনে চলতে হবে। অন্যথায় কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এর উদ্দেশ্য হাওর এলাকার প্রাকৃতিক জীববৈচিত্র্য রক্ষা ও পরিবেশ-প্রতিবেশের ক্ষতি রোধ করা।
এর আগে জেলা প্রশাসনের জারি করা পর্যটকদের জন্য বর্জনীয় নির্দেশনাগুলো হলো উচ্চ শব্দে গান-বাজনা করা/শোনা, অজৈব বা প্লাস্টিক জাতীয় পণ্য/বর্জ্য ফেলা, মাছ ধরা, শিকার বা পাখির ডিম সংগ্রহ, পাখিদের স্বাভাবিক জীবনযাপনে বিঘ্ন ঘটানো, ডিটারজেন্ট-শ্যাম্পু বা রাসায়নিক ব্যবহার, গাছ কাটা, ডাল ভাঙা বা বনজ সম্পদ সংগ্রহ, সংরক্ষিত এলাকায় প্রবেশ করা এবং মনুষ্যসৃষ্ট জৈব বর্জ্য হাওরে ফেলা।
এ ছাড়া পর্যটকদের জন্য অবশ্য পালনীয় নির্দেশনাগুলো হলো জেলা প্রশাসন নির্ধারিত নৌপথ ব্যবহার, লাইফ জ্যাকেট পরা, প্লাস্টিক পণ্য ব্যবহার না করা, দূর থেকে পাখি ও প্রাণী পর্যবেক্ষণ করা, ফ্ল্যাশ ছাড়া ছবি তোলা, স্থানীয় গাইড ও পরিষেবা গ্রহণ, ক্যাম্পফায়ার বা আগুন জ্বালানো থেকে বিরত থাকা।
গত শনিবার এ নির্দেশনা জারি করে জেলা প্রশাসন। একই দিন বিকেলে হাওরপাড়ে মতবিনিময় সভা করা হয়। টাঙ্গুয়ার হাওরের অনিয়ন্ত্রিত পর্যটনকে শৃঙ্খলায় নিয়ে আসাসহ পরিবেশবান্ধব পর্যটন নিশ্চিতের দাবি জানান এলাকাবাসী। এর আগে ১৮ জুন টাঙ্গুয়ার হাওরকে বাঁচানোর দাবিতে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করা হয়। এতে হাওর অঞ্চলবাসীর পক্ষ থেকে ছয় দফা দাবি উত্থাপন করা হয়।
টাঙ্গুয়ার হাওরপাড়ের জয়পুর গ্রামের বাসিন্দা গণমাধ্যমকর্মী কবির আহমদ বলেন, হাউসবোটগুলো রৌয়া বিলে ঢুকতে না পারলে টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্যের কম ক্ষতি হবে।
সুনামগঞ্জ হাউসবোট অ্যাসোসিয়েশনের সভাপতি আরাফাত হোসেন বললেন, কয়েক বছর ধরে এসব নিয়ম অলিখিতভাবে ছিল। সেটি এখন লিখিতভাবে প্রকাশ করা হয়েছে। হাউসবোট নির্ধারিত জায়গায় রেখে কেউ চাইলে হাতে চালিত নৌকায় করে যাবেন। এ নির্দেশনা আমরা মানব।
জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) রেজাউল করিম বললেন, পরিবেশ-প্রতিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার জন্য এ নির্দেশনা জারি করা হয়েছে।
- বিষয় :
- সিলেট
- সুনামগঞ্জ
- টাঙ্গুয়ার হাওর