দুঃখ পেলেও গর্বিত প্রোটিয়ারা

ছবি- ক্রিকইনফো
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৩০ জুন ২০২৪ | ০৯:৫৫
সাতবার ব্যর্থতার পর অষ্টমবারে এসে ফাইনালের স্বাদ নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। প্রথমবার শিরোপাও প্রায় হাতে চলে এসেছিল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, ৭ রানের হার নিয়ে ফিরতে হলো তাদের। শিরোপার এত কাছাকাছি যাওয়ায়, না পাওয়ার যন্ত্রণাটা আগের চেয়ে বেশি পুড়িয়েছে তাদের।
কাকতালীয়ভাবে আগের সাতবারের মতো এবারও ম্যাচটা পকেটে ঢুকে যাওয়ার পরই হারল তারা। আগের সাতবার ছিল সেমির আগে, এবার ফাইনালে–পার্থক্য এটুকুই। এভাবে তীরে এসে তরী ডোবায় প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম ভীষণ দুঃখ পেয়েছেন। তবে দল নিয়ে গর্বিত তিনি।
ধুন্ধুমার টি২০ যুগে ২৪ বলে ২৬ রান কোনো টার্গেট হলো! হাতে তখন ৬ উইকেট। তার ওপর উইকেটে দুরন্ত ছন্দে থাকা হেনরিক ক্লাসেন ও ডেভিড মিলার। কিন্তু ২৭ বলে ৫২ রান করা ক্লাসেন আউট হতেই ভোজবাজির মতো পাল্টে যায় ম্যাচ। এভাবে হাতের মুঠোয় আসার পর হেরে যাওয়ায় ভীষণ হতাশ দক্ষিণ আফ্রিকা।
পুরস্কার বিতরণীতে অধিনায়ক মার্করামের কণ্ঠে সে যন্ত্রণাই শোনা গেল, ‘ভীষণ হতাশ লাগছে। আমরা হয়তো দারুণ একটি বিশ্বকাপ কাটিয়েছি। কিন্তু এই হতাশা নিয়ে বিষয়টার ওপর মনোযোগ দেওয়ার মতো মানসিকতাই নেই এখন, সময় লাগবে। তবে ভীষণ দুঃখ পেলেও দল নিয়ে আমি গর্বিত।’
এত হতাশার কারণও ব্যাখ্যা করেছেন তিনি, ‘চমৎকার বোলিং করেছি আমরা। টার্গেটটা তাড়া করার মতো ছিল। আমরা ব্যাটিংও ভালো করেছিলাম। কিন্তু আবারও একেবারে দ্বারপ্রান্তে গিয়ে আটকে গেলাম। এ জন্যই বেশি হতাশ লাগছে।’
তিনি আরও যোগ করেন, ‘শেষ পর্যন্ত আমরা লড়াইয়ে ছিলাম। কিন্তু শেষ দিকে পরিস্থিতি এত দ্রুত পাল্টে গেল!’ তারা যে যোগ্য দল হিসেবে ফাইনালে এসেছিল, তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে সেটাও নাকি প্রমাণ হয়েছে।
- বিষয় :
- টি-টোয়েন্টি বিশ্বকাপ
- দক্ষিণ আফ্রিকা