ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

বিশ্বকাপ জয়ী বিরাটকে রিয়াল তারকার অভিনন্দন  

বিশ্বকাপ জয়ী বিরাটকে রিয়াল তারকার অভিনন্দন  

বিশ্বকাপের মেডেল পরে দেশের জার্সি জড়িয়ে অশ্রুসজল কোহলি। ছবি: এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ জুন ২০২৪ | ১৮:২১ | আপডেট: ৩০ জুন ২০২৪ | ১৯:০০

পূর্ণতা পেল বিরাট কোহলির আন্তর্জাতিক ক্যারিয়ার। ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ জিতেছেন তিনি। ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলে ছিলেন। এবার টি-২০ বিশ্বকাপ ছুঁয়ে দেখলেন সর্বকালের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলি। 

বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দল ও দলের সিনিয়র ক্রিকেটার রোহিত  শর্মা, বিরাট কোহলিকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন অঙ্গনের তারকারা। ওই অভিনন্দন জানানোর তালিকায় আছেন রিয়াল মাদ্রিদের তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র। 

কোহলির পোস্টে ভিনির কমেন্ট।

বিশ্বকাপ জয়ের পর দলের শিরোপা উঁচিয়ে ধরার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করেন বিরাট কোহলি। তার ওই ছবিতে ১ কোটি ৬৩ লাখের বেশি রিঅ্যাকশন পড়েছে। প্রায় ৫ লাখ ৭৩ হাজার কমেন্ট পড়েছে। 

এর মধ্যে একটি কমেন্ট আছে ব্রাজিলের হয়ে কোপা আমেরিকা জয়ের মিশনে থাকা ভিনিসিয়াসের। তিনি আগুনের ইমোজি দিয়ে বিরাটকে অভিনন্দন জানিয়েছেন। ব্যালন ডি’অর জয়ের লড়াইয়ে থাকা ভিনির ওই কমেন্টে লাভ রিঅ্যাকশন দিয়েছেন বর্তমান সময়ে ক্রিকেটের সেরা তারকা। 

আরও পড়ুন

×