ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ইমো অ্যাভাটার

ইমো অ্যাভাটার

ইমো অ্যাভাটার । (ফাইল ছবি)

কবির হাসান

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৩ | ১১:২২ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৩ | ১১:২৪

ডিজিটাল অভিজ্ঞতায় অত্যাধুনিকতার ছোঁয়া দিতে এআই ঘরানার নব্য ফিচার ‘অ্যাভাটার’ উন্মোচন করেছে তাৎক্ষণিক যোগাযোগ প্ল্যাটফর্ম ইমো।

কার্যকর জেনারেশন মেকানিজমের বদৌলতে ফিচারটি ছবির ওপর ভিত্তি করেই কয়েক ধরনের অ্যাভাটার তৈরি করে দেবে। বাকি সব প্ল্যাটফর্মে যেখানে এমন ফিচার ব্যবহারে ১০টির বেশি ছবি আপলোড করতে হয়, সেখানে ইমোতে একটি ছবির মাধ্যমে চমৎকার সব এআই অ্যাভাটার তৈরি করা যাবে; যা শুধু ফেস সোয়াপই হবে না, প্রযুক্তির একীভূতকরণের ভিত্তিতেই অ্যাভাটার তৈরি হবে। ফিচারটি এমনভাবে তৈরি, যার মাধ্যমে ভক্তরা প্রতিবার নতুন অ্যাভাটার পাবেন; যা বিস্ময়কর অভিজ্ঞতা দেবে।

ব্যক্তিত্ব সঠিকভাবে প্রকাশ করে– এমন অ্যাভাটার তৈরিতে নতুন ফিচারে বহু স্টাইল প্যাটার্ন যুক্ত করে কয়েক ধরনের স্টাইল মোডের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষার সুযোগ থাকবে। এআই প্রযুক্তিতে তৈরি সব অ্যাভাটার গ্রাহকদের প্রতিবার উদ্ভাবনী ও চমৎকার ফল নিশ্চিত করবে। অন্যদিকে ড্রেসআপ কার্ড ব্যবহার করে গ্রাহকরা অনন্য সব স্টাইলের নতুন অ্যাভাটার তৈরি করতে পারবেন। যার মাধ্যমে সৃজনশীল উপায়ে এআই প্রযুক্তির মাধ্যমে বহুমাত্রিক অ্যাভাটার বা ছবি তৈরি করা যাবে সহজেই।

ইমো অ্যাভাটার ফিচার ব্যবহারে প্রিয়জন ছাড়াও বিশ্বের হাজারো নিবন্ধনকারীর সঙ্গেও অ্যাভাটার শেয়ার করা যাবে। বৈশ্বিকভাবে ইমো ভক্তরা অ্যাভাটার লাইক দেওয়ার সঙ্গে ডুয়েট অ্যাভাটার (একই ধরনের অ্যাভাটার ডিজাইন) তৈরি করতে পারবেন, যা যোগাযোগ আবহকে আরও অংশগ্রহণমূলক ও রোমাঞ্চকর করে তুলবে।

ভার্চুয়াল সোশ্যাল ইন্টার‌্যাকশনের সময় ব্যক্তিত্ব উপস্থাপনে অ্যাভাটার দায়িত্বশীল ভূমিকা রাখবে। এআই প্রযুক্তির মাধ্যমে নির্মিত অ্যাভাটার সোশ্যাল মিডিয়ায় ভক্তদের কার্যকর উপস্থিতি নিশ্চিত করবে। এতে প্রকৃত ছবি প্রতিস্থাপন সম্ভব। ফলে গোপনীয়তা নিশ্চিত করে নিজের ছবির সঙ্গে সামঞ্জস্য রেখে অ্যাভাটার ব্যবহারের সুযোগ হবে। ফিচারটি ব্যবহারে ইমো কোনো অর্থ নেবে না।

উল্লিখিত ‘ইমো অ্যাভাটার’ ফিচার প্রসঙ্গে ইমো বিজনেস ডিরেক্টর মেহরান কবির বলেন, ধারাবাহিক প্রযুক্তিগত অগ্রগতি ও এআই প্রযুক্তি একীভূতকরণে সমানতালে এগিয়ে যাচ্ছে বিশ্ব। স্মার্টফোন গ্রাহকদের উদ্ভাবনী ফিচার ব্যবহার করা প্রয়োজন। যার মাধ্যমে তারা নিজের ব্যক্তিত্ব ও মনোভাব প্রকাশ করতে পারবেন। বর্তমানের ডিজিটাল প্রয়োজন পূরণে ইমো তার ভক্তদের সঙ্গে মজার ও রোমাঞ্চকর ফিচার নিশ্চিতে ‘অ্যাভাটার’ ফিচারটি উন্মোচন করেছে। প্রত্যাশা রাখছি, ইমো ভক্তরা অ্যাভাটার ফিচারে অভিভূত হবে।

আরও পড়ুন

×