রোবটিক ডগ

.
সাদী সাবেরীন
প্রকাশ: ১৮ মার্চ ২০২৪ | ০৫:১৯ | আপডেট: ১৮ মার্চ ২০২৪ | ১০:৫৯
বার্সেলোনা সারাবিশ্বে স্মার্টফোনের রাজধানী হিসেবে বিখ্যাত। বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস উৎসবে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন (এআই) টেকনো উদ্ভাবিত রোবটিক ডগ, এআর চশমা, উইন্ডোজ গেমিং হ্যান্ডহেল্ড সেট, পকেট গো ডায়নামিক ও অত্যাধুনিক পণ্য দর্শনার্থীকে বিমুগ্ধ করেছে।
প্রযুক্তি ব্র্যান্ড টেকনো নতুন পোলারএইচ ইমেজিং সিস্টেম প্রদর্শন করেছে, যা মোবাইল ভিডিও ইমেজিং জগতে নতুনত্বের সঙ্গে সৃষ্টি করবে ইতিহাস।
নির্মাতা টেকনো প্রথম ফোল্ডিং মোবাইল সেট ফ্যান্টম ভি ফোল্ড উপস্থাপন করেছে। ব্র্যান্ডটি অ্যাডভান্সড প্রযুক্তি প্রদর্শনের উদ্দেশ্যে ‘রিচ ফর দ্য ফিউচার’ থিম উপস্থাপন করে। অভিনব প্রযুক্তি, কনসেপ্ট ম্যাটেরিয়াল ও এআইওটি স্মার্ট ইকোসিস্টেম সমৃদ্ধ পোভা-৬ প্রো-ফাইভজি মঞ্চে ব্র্যান্ডটি তাদের ভবিষ্যৎ ভাবনা তুলে ধরে।
টেকনো ব্র্যান্ডের মহাব্যবস্থাপক জ্যাক গুও বলেন, গবেষণালব্ধ উদ্ভাবন ও অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়ে পণ্য উদ্ভাবনে টেকনো সব সময়ই প্রতিশ্রুতিবদ্ধ। এআই ঘরানার রোবটিক ডগ ভাবনাকে হার মানিয়েছে। অসাধারণ চলাফেরা, সেন্সর রেসপন্স আর নিরাপত্তার প্রশ্নে অপ্রতিরোধ্য সক্ষমতার জানান দিয়েছে ডগটি। প্রযুক্তিবিদ্যার গুণগত মানে ভবিষ্যতের নিরাপত্তা ব্যবস্থায় ডগ স্কোয়াডে যুক্ত হবে রোবটিক ডগ।
স্বয়ংক্রিয় সেন্সর লাইট সিস্টেমে রোবটিক ডগের মিথস্ক্রিয়া সক্রিয় থাকে; যা ডায়নামিক ওয়ান আর্ম সিপিইউ পদ্ধতিতে যান্ত্রিক হাত-পা নড়াচড়ায় সাবলীলতা নিশ্চিত করে। ডগটি প্রতি সেকেন্ডে ৩ দশমিক ৭ মিটার পর্যন্ত চিত্তাকর্ষক ঘূর্ণায়মানে পারদর্শী, যা বিমুগ্ধ করবে।
যা দেখে মনেই হবে না, এটি রোবট প্রযুক্তি। ব্যাটারি সক্ষমতায় থাকছে অ্যাম্পিয়ার শক্তি। পূর্ণ চার্জে যা রোবটকে প্রায় ৯০ মিনিট সক্রিয় রাখবে। মূলত কৃত্রিম বুদ্ধিমত্তার সংযোগে আগের তুলনায় সব ধরনের রোবটেই আসবে দুর্দান্ত পারদর্শিতা।
- বিষয় :
- রোবট