চ্যাটবট অ্যাপে মেটা এআই

প্রতীকী ছবি
সাব্বিন হাসান
প্রকাশ: ৩০ জুন ২০২৪ | ২৩:২৪ | আপডেট: ০৩ জুলাই ২০২৪ | ১৯:২৪
অ্যাপ থেকেই মেটা সচল করেছে এআই প্রযুক্তির চ্যাটবট। বহুল প্রতীক্ষিত ফিচারটির এবার দেখা মিলবে ইনস্টাগ্রাম, ফেসবুক ও হোয়াটসঅ্যাপে। কৃত্রিম বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে অ্যাপ ব্যবহারের অভিজ্ঞতাই বদলে দেবে। লিখেছেন সাব্বিন হাসান
লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলে নির্মিত মেটা চ্যাটবট। সারাবিশ্বের বহু দেশে সেবাটি এখন উপভোগ্য।
চ্যাটবট
লামা থ্রি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলে চ্যাটবট ডেভেলপ করা। মেটা উদ্ভাবিত নতুন এআই রোবটের মাধ্যমে নানা টাস্ক উপভোগ করতে পারবেন অ্যাপ ভক্তরা। চ্যাটজিপিটি, জেমিনি ও কোপাইলট– তিন ঘরানার মতোই জবাব দেবে মেটা এআই চ্যাটবট।
কিছু দেশে চ্যাটবটের রোল আউট শুরু হয়ে গেলেও কোনো কোনো দেশে অ্যাপে সুবিধাটি আসতে কিছুদিন সময় লাগবে। কিছু হিসাবনিকাশ করেই দেশভিত্তিক চ্যাটবট সেবা উন্মুক্ত করবে মেটা।
চ্যাটবট এআই কী কাজে আসবে
সুনির্দিষ্ট বা বিশেষ কোনো স্থান, রেস্তোরাঁ খুঁজে দেওয়া, ট্রিপ প্ল্যানিং, হোমওয়ার্ক করা ছাড়াও বহুমাত্রিক কাজে পারদর্শিতা দেখাবে চ্যাটবট। তা ছাড়া ই-মেইল, মেসেজ, জীবনবৃত্তান্ত, নিবন্ধ– সবই নিমেষে তৈরি করে দেবে মেটার এআই চ্যাটবট। আবার এআই দিয়ে ছবি তৈরি, খবরের সংক্ষিপ্ত বর্ণনা বা ব্যবসার জন্য নতুন আইডিয়া জেনারেট করার মতো টাস্কও অনায়াসে করে দেবে চ্যাটবট।
মনে সহজেই প্রশ্ন আসতে পারে, এসব কাজ তো চ্যাটজিপিটিও করতে পারে বা ওপেনএআই সেই সুবিধা আগেই করেছে। তাহলে মেটা ঘরানার এআই প্রযুক্তির বিশেষত্ব কী? প্রশ্ন আসাটা স্বাভাবিক।
নির্মাতার দাবি, মেটা উদ্ভাবিত এআই চ্যাটবট দৈনন্দিন জীবনে আরও সহজবোধ্য হতে চলেছে। কারণ স্মার্টফোন গ্রাহকরা দিন-রাত সময় পেলেই ফেসবুক ও হোয়াটসঅ্যাপে ডুবে থাকেন। আর সেখানেই দৃশ্যমান হবে চ্যাটবট। অর্থাৎ আলাদা করে কোথাও আর চ্যাটবটের খোঁজ করতে হবে না। চ্যাটজিপিটির বেলায় বিষয়টি কিছুটা ভিন্ন। জিপিটি ব্যবহারে প্রথমে ই-মেইল দিয়ে অ্যাকাউন্ট খুলতে হয়। পরে আলাদা অ্যাপ ও ওয়েবে ভিজিট করে নিতে হয় চ্যাটজিপিটির সুবিধা।
যেভাবে কাজ করবে
প্রথমে ফেসবুকে সার্চ অপশনে ভিজিট করতে হবে। সেখানেই থাকবে ‘আস্ক মেটা এআই অ্যানিথিঙ্ক’ অপশন। ওখানে ট্যাপ করলেই দৃশ্যমান হবে চ্যাটবট। ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ আর মেসেঞ্জারেও সার্চ অপশনে দৃশ্যমান হতে পারে এআই চ্যাটবট।
উদাহরণে বলা যায়, মেসেঞ্জারে কাউকে অভিনব কিছু পাঠাতে চাইছেন বা ফেসবুকে এআই ছবি পোস্ট করতে চাইছেন, সে ক্ষেত্রে মেটা এআই চ্যাটবট কাজকে করবে সহজবোধ্য, সাবলীল ও দৃষ্টিনন্দন।
নির্মাতা মেটার দাবি, বহুমাত্রিক কোডিং থেকে শুরু করে একাধিক জটিল সমস্যা সমাধানে নিরাশ করবে না চ্যাটবট। ক্লিকেই হাতের মুঠোয় পাওয়া যাবে কৃত্রিম বুদ্ধিমত্তার সুযোগ-সুবিধা। ওপেনএআই চ্যাটজিপিটি আর গুগল জেমিনিকে সমানে সমানে চ্যালেঞ্জ করবে চ্যাটবট।
আপাতত সবার ফোনে চ্যাটবট সুবিধা পাওয়া যাবে না। ক্রমান্বয়ে সুবিধাটি সব অ্যাকাউন্টে দৃশ্যমান হবে। কিছুটা অপেক্ষাতেই থাকতে হবে এখন।
কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে
হৈ-হুল্লোড় চলছেই। বড় ঘরানার টেক নির্মাতারা এআই পরিষেবার সূচনা করে সাড়া জাগিয়েছেন। তাই দৌড়ে পিছিয়ে থাকছেন না। কিছুদিন আগেই মেটা এআই চ্যাটবট উন্মোচন করেছে। মেটা গ্রাহকরা এখন ফেসবুক ও হোয়াটসঅ্যাপে এআই চ্যাটবট সুবিধা উপভোগ করতে পারবেন- মার্ক জাকারবার্গ, নির্বাহী প্রধান, মেটা