যন্ত্র হবে কৌতুক অভিনেতা

.
মুস্তাফা তৌহিদ
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৪ | ২৩:২৮
ভাবুন তো, মঞ্চ থেকে জোকস বলছে এআই। তখন প্রশ্ন উঠতেই পারে, কৃত্রিম বুদ্ধিমত্তার রসবোধ আছে নাকি? যন্ত্র কি সত্যিই হাসাতে পারে? দুটো প্রশ্নই ভাবনায় ফেলে দেবে। কিন্তু সদুত্তর মিলবে। লাইটস অন। রোলিং ক্যামেরা, পর্দা উঠল মঞ্চের।
স্ট্যান্ড-আপ কৌতুক মঞ্চে হঠাৎ সামনে এলো যন্ত্র, যা কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত। চমকে উঠলেন! হ্যাঁ, সেটাই স্বাভাবিক। সবকিছুতে পারদর্শী এআই স্ট্যান্ডআপ কমেডি করতে পারবে কিনা, সেই কৌতুকের মান কেমন বা সেই কৌতুক সত্যিই করা যায় কিনা, তা নিয়ে প্রশ্নও অন্তহীন।
যন্ত্র (রোবট) কি বিনোদন দিতে সামর্থ্য? অ্যালিসন পাওয়েল সুদীর্ঘ সময় ধরে বিষয়টি নিয়ে গবেষণা করেছেন।
লন্ডন স্কুল অব ইকোনমিকসের কমিউনিকেশন্সের সহযোগী অধ্যাপক সোশ্যাল মিডিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রভাব নিয়ে কাজ করেছেন। এআই সত্যিই হাসাতে পারে কিনা, প্রশ্নের সদুত্তরটা তিনি যথার্থই দিয়েছেন। তাঁর পাল্টা প্রশ্ন ছিল, জোকস ঠিক কীভাবে কাজ করে?
ঠিক এ প্রশ্নেই ভেতরই লুকিয়ে আছে এআই সত্যিই হাসাতে পারে কিনা! প্রশ্নের সহজ উত্তরটা হচ্ছে, যদি এআই গল্প লিখতে পারে, প্রশ্নের যথাযথ সদুত্তর দিতে পারে, ছবি বানাতে পারে, কয়েকজন লোকের কাজ নিজেই করতে পারে, তাহলে সে হাসাতেও পারবে।
অর্থাৎ যে কোনো স্ট্যান্ড-আপ কমেডিয়ান এআই প্রযুক্তির তৈরি জোকস মঞ্চে বলে উপস্থিত দর্শককে হাসাতেই পারবে। কী, তারপরও প্রশ্ন থেকে যাচ্ছে। আচ্ছা ভেবে দেখুন তো, সত্যিই কি এআই জোকস বানাতে পারে। সহজ উত্তর হবে– হ্যাঁ, পারে। খটকা লাগছে কীভাবে পারে, তা নিয়ে।
গবেষক ও প্রযুক্তিবিদরা এটা নিয়েই ভেবেছেন দিনরাত। আরেকটা সমস্যা হচ্ছে, জোকস তো হচ্ছে, তবে সেগুলো কি মৌলিক হচ্ছে! হয়তো বেশির ভাগ সময়েই তা হচ্ছে না। যার নেপথ্য কারণ, এআই প্রযুক্তির কাজ করার পদ্ধতিই বিচিত্র।
সব তথ্য জোগাড়ের পর একসঙ্গে নিজের মতো করে কিছু বানায় এআই। সহজে বললে, সাধারণত এআই জোকস বানাতে পারে ঠিকই, কিন্তু বেশির ভাগ ক্ষেত্রেই তা মৌলিক ঘরানার হয় না। কারণ, যত জোকস এআই অনুসন্ধান করেছে, তার থেকেই কিছু একটা সে উপস্থাপন করবে। অবশ্য তা হতেই পারে, যে জোকসটা কৌতুক অভিনেতা বলছেন, সেটাও তো অন্য কারও। বা অন্য কারও জোকসের অংশবিশেষ।
তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে জোকসের কপিরাইট ইস্যু নিয়ে। কপিরাইট প্রধান সমস্যা, যা লঙ্ঘনের আশঙ্কা বেশি। সত্যি, এআই প্রযুক্তির বানানো কৌতুক দর্শক মঞ্চে উপস্থাপন করা যায় কিনা, তা নিয়ে কিন্তু বিতর্ক থাকছেই।
- বিষয় :
- যন্ত্রপাতি