ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

অ্যাস্থেটিকস ইলেকট্রিক গাড়ি

অ্যাস্থেটিকস ইলেকট্রিক গাড়ি

বাংলাদেশে ইলেকট্রিক গাড়ি

টেকলাইফ ডেস্ক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫ | ০০:৪৪ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৫ | ১৪:৩৬

ইলেকট্রিক গাড়ি নির্মাতা বিওয়াইডি বাংলাদেশে নতুন মাত্রা যোগ করবে সিলায়ন লাইনআপের নতুন মডেল সিলায়ন সিক্স। ডিএম-আই সুপার প্লাগ-ইন হাইব্রিড ইভি হিসেবে মডেলটি দেশের অটোমোবাইল শিল্পে নতুন সম্ভাবনা বলে উল্লেখ করেন নির্মাতারা।

মডেলটি ‘ওশান অ্যাস্থেটিকস’ অনুপ্রাণিত নকশা, ব্র্যান্ডের নিজস্ব ব্লেড ব্যাটারি ও সুদক্ষ প্রযুক্তির দৃশ্যমান উদাহরণ। ত্রিমাত্রিক ডিজাইন আগ্রহীর জীবনে নতুন মাত্রা যোগ করবে। ৬০ লিটার ফুয়েল ট্যাঙ্ক, ১৮.২ কিলোওয়াট ব্যাটারি রয়েছে; যা টানা ১০৯২ কিলোমিটার পর্যন্ত ড্রাইভিং রেঞ্জ বা আরও বেশি মাইলেজ দেয়।

রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান বলেন, বিওয়াইডি সিলায়ন সিক্স মডেলটি বাংলাদেশে প্রথম সুপার প্লাগ-ইন হাইব্রিড ইভি। পরিবেশবান্ধব এটি জ্বালানি প্রযুক্তি উদ্ভাবনের সংযোগের উদাহরণ, যা মানোন্নত পারফরম্যান্স, জ্বালানি দক্ষতা ও পরিবেশের ওপর ন্যূনতম প্রভাব ফেলে। এমন গাড়ির উন্মোচন অটোমোবাইল খাতে যুগান্তকারী পরিবর্তন আনবে।

জিয়াওইয়ুন ১.৫ লিটারের দক্ষতাসম্পন্ন ইঞ্জিনের মাধ্যমে মাত্র ৮.৫ সেকেন্ডে শূন্য থেকে ১০০ কিলোমিটার/ঘণ্টা গতি দেয়, যা গাড়িপ্রেমীদের অভিজ্ঞতা সমৃদ্ধ করবে। অ্যাডোস (এডিএএস) ৩৬০ ডিগ্রি এইচডি ক্যামেরা ও ছয়টি অ্যায়ারব্যাগের মতো সর্বাধুনিক নিরাপত্তা প্রযুক্তি গাড়িকে সুরক্ষিত করে।

ইন্টেরিয়র অংশে ১৫.৬ ইঞ্চির স্মার্ট রোটেটিং টাচস্ক্রিন, ১০ স্পিকারের ইনফিনিটি প্রিমিয়াম অডিও সিস্টেম, ভেন্টিলেটেড ফ্রন্ট সিট ও প্যানোরামিক সানরুফ। ইকো, নরমাল ও স্পোর্ট– তিনটি ড্রাইভিং মোডে পাওয়া যাবে।

সর্বাধুনিক সব ফিচারের সঙ্গে রয়েছে বিশেষ বিক্রয়োত্তর পরিষেবা। যার মধ্যে রয়েছে ট্র্যাকশন ব্যাটারির জন্য আট বছর বা ১ লাখ ৬০ হাজার কিলোমিটার 

(যেটি আগে আসে)। ড্রাইভ ইউনিটের জন্য আট বছর বা ১ লাখ ৫০ হাজার কিলোমিটার বিক্রয়োত্তর পরিষেবা। প্রধান যন্ত্রাংশের জন্য ছয় বছর বা ১ লাখ ৫০ হাজার কিলোমিটার বিক্রয়োত্তর সেবা পাওয়া যাবে।
 

আরও পড়ুন

×