ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

আইফোন কি তবে ফোল্ডেবল হবে

আইফোন কি তবে  ফোল্ডেবল হবে

নতুন আইফোন হবে ফোল্ডেবল

মুস্তাফা তৌহিদ

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫ | ০০:৪৯ | আপডেট: ১২ এপ্রিল ২০২৫ | ১৪:৫৬

নতুন ঘরানার ডিভাইস উদ্ভাবনে অ্যাপল সব সময়ই ভিন্নতা নিশ্চিত করে। ইতোমধ্যে ফোল্ডেবল আইফোন নিয়ে সারাবিশ্বে বইছে হইচই। ভাঁজযোগ্য নতুন আইফোন এলে দাম কেমন হবে, তা নিয়েও চলছে বিস্তর জল্পনা-কল্পনা। অনেকে আবার ডিজাইন নিয়ে ভাবনায় ডুবেছেন।

যদিও অ্যাপল এখনও ফোল্ডেবল আইফোন উদ্ভাবন বিষয়ে নিশ্চিত করে কিছু বলেনি। ডিজিটাল গ্যাজেট বিশেষজ্ঞ মার্ক গুরম্যান ফোল্ডেবল আইফোন-সংক্রান্ত বেশ কিছু তথ্য উন্মোচন করেছেন। অতীতে অ্যাপল নিজের ঘোষণার আগেই আইফোনবিষয়ক ঠিকঠাক খবর দিয়েছেন গুরম্যান। সুতরাং ফোল্ডেবল আইফোন নিয়ে তাঁর দেওয়া তথ্যকে কোনোভাবেই ভিত্তিহীন বলা যায় না।

মার্ক গুরম্যান বলছেন, অ্যাপল উদ্ভাবিত ফোল্ডেবল আইফোন দৃশ্যমান হবে ২০২৬ সালে। সাধারণত বছরের যে সময়ে আইফোন উন্মোচিত হয়, ঠিক সে সময়েই তা উন্মোচন হতে পারে। ভাঁজযোগ্য আইফোন দেখতে অনেকটা স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড সিরিজের মতো হতে পারে। ডিভাইসটি আইফোন ১৭ এয়ার মডেলের মতো স্লিম হবে। ফলে ভাঁজযোগ্য আইফোন দেখতে অন্যসব ফোল্ডেবল স্মার্টফোনের তুলনায় দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় হবে।

নতুন ডিজাইনে ফোল্ড অবস্থায় ৯.২ মিলিমিটার চওড়া হতে পারে ফোল্ডেবল আইফোন। অন্যদিকে, আনফোল্ডেড অবস্থায় মডেলটি ৪.৬ মিলিমিটার চওড়া হতে পারে। সাইড প্যানেলে থাকতে পারে টাচ সেন্সর। আর শক্তি সঞ্চয়ে ব্যাটারির ক্ষমতা হতে পারে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার।

অ্যাপল ফোল্ডেবল স্মার্টফোনের কত দাম হতে পারে, সে বিষয়ে প্রাথমিক ধারণা পাওয়া গেছে। সে ইঙ্গিতও দিয়েছেন গুরম্যান। যুক্তরাষ্ট্রে অ্যাপল উদ্ভাবিত ফোল্ডেবল আইফোন মডেলের সম্ভাব্য দাম হতে পারে 

২ হাজার ৩০০ ডলার। অ্যাপল অবশ্য অতীতের মতো মডেল উন্মোচনের আগে কোনোভাবেই মডেল ও দামের বিষয়ে তেমন কোনো ধারণা দেওয়া থেকে সব সময়ের মতো নীরব ভূমিকা পালন করছে।

আরও পড়ুন

×