ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ঈদ উদযাপনে দ্য গ্র্যান্ড ইনভাইট

ঈদ উদযাপনে দ্য গ্র্যান্ড ইনভাইট

ঈদ উদযাপনে স্মার্টফোনে বিশেষ ছাড়

টেকলাইফ ডেস্ক

প্রকাশ: ২৬ মে ২০২৫ | ০০:০৬ | আপডেট: ২৬ মে ২০২৫ | ২০:৩৪

ঈদ উপহারে স্মার্টফোন এখন বিশেষ জায়গা করে নিয়েছে। এ সময়ে পাওয়া যায় বাড়তি ছাড়। ঈদুল আজহা উদযাপনে বিশেষ প্রচারণা দ্য গ্র্যান্ড ইনভাইট ঘোষণা করেছে উদ্ভাবনী ব্র্যান্ড। গ্রাহকের জন্য রয়েছে বিশেষ উপহার আর অফার।

প্রচারণার আওতায় গ্রাহক নির্বাচিত স্যামসাং ব্র্যান্ডের ডিভাইসের ওপর ক্যাশব্যাক পাওয়ার সুযোগ পাবেন। রয়েছে বাই ওয়ান গেট ওয়ান ডিল। পুরস্কারের মধ্যে থাকছে টিভি, রেফ্রিজারেটর, মাইক্রোওয়েভ ওভেন, এমনকি নতুন সুজুকি মোটরসাইকেল (সুজুকি জিক্সার এসএফ বা সুজুকি এক্সেস ১২৫)। নির্দিষ্ট কিছু মডেলে প্রথম দুই বছরে ফ্রি বিক্রয়োত্তর পরিষেবা পাওয়া যাবে।

স্যামসাং ইলেকট্রনিকসের বাংলাদেশ ব্রাঞ্চ অফিস এমএক্স ডিভিশনের হেড অব প্রোডাক্ট অ্যান্ড মারকম সৈয়দ মো. বদরুল আরিফীন বলেন, আমরা গ্রাহকের ঈদ উদযাপনকে বিশেষ গুরুত্ব দিয়েছি। নিজেদের প্রযুক্তিপণ্যের মাধ্যমে সবাই যেন ঈদের আনন্দ উপভোগ করতে পারেন, সে লক্ষ্যেই এমন উদ্যোগ। নতুন গ্যালাক্সি এ৫৬ মডেল ছাড়াও ব্র্যান্ডের সব ডিভাইসে উদযাপন প্রযোজ্য।

ব্র্যান্ডের গ্রাহক যে কোনো নির্ধারিত আউটলেট থেকে ডিভাইস নিলে স্বয়ংক্রিয়ভাবে তাদের মোবাইল ফোনে এসএমএস পাবেন, যেখানে কেনা পণ্যের সঙ্গে অফার বা পুরস্কারপ্রাপ্তির তথ্য উল্লেখ থাকবে।

আরও পড়ুন

×