ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

চ্যাটজিপিটিতে ডিপ রিসার্চ

চ্যাটজিপিটিতে ডিপ রিসার্চ

ওপেনএআই ডিপ রিসার্চের সুবিধা বাড়াল

টেকলাইফ ডেস্ক

প্রকাশ: ২৬ মে ২০২৫ | ০০:০৮ | আপডেট: ২৬ মে ২০২৫ | ১৯:১৩

চ্যাটজিপিটি প্ল্যাটফর্মের জন্য বিশেষ সুবিধার কথা জানাল ওপেনএআই। চ্যাটজিপিটিতে যারা ডিপ রিসার্চ ফিচার ব্যবহার করেন, তারা এবারে গবেষণার ফলাফল পিডিএফ ফাইলে ডাউনলোডে বাড়তি সুবিধা পাবেন। ডিপ রিসার্চ ফিচারের মাধ্যমে আগ্রহীরা জটিল কোনো বিষয়-সংক্রান্ত তথ্য একযোগে দ্রুত আর চটজলদি গোছানো পেতে পারেন।

কমান্ড বক্সে প্রম্পট দেওয়ার পরে চ্যাটজিপিটি অসংখ্য ওয়েবসাইট খুঁজে তথ্য অনুসন্ধান করে। তার ভিত্তিতে সামগ্রিক রিপোর্ট তৈরি করে। ডিপ রিসার্চ ফিচার আনার সময়ে ওপেনএআই কর্তৃপক্ষ জানিয়েছিল, কোনো ব্যক্তির যে কাজ করতে ঘণ্টার পর ঘণ্টা সময় লাগবে, সেই কাজ মাত্র কয়েক মিনিটে করে দেবে চ্যাটজিপিটি।

নতুন কী সুবিধা

আগে এমন রিপোর্ট তৈরির পর সেটি বা তার অংশবিশেষ কপি করা যেত। কিন্তু টেক্সট কপি করে ওয়ার্ড ফাইলে ফেললে ফরম্যাটে সমস্যা তৈরি হতো। এমন সমস্যা এড়াতেই নতুন ফিচার উদ্ভাবন করেছে চ্যাটজিপিটি। এআই প্রযুক্তির তৈরি করা রিপোর্টের ফরম্যাট ঠিকঠাক রেখেই ‘পিডিএফ’ ফাইল তৈরি করে এখন তা সহজে ডাউনলোড করা যাবে। ফলে তৈরি রিপোর্ট প্রিন্ট করতে বা অফলাইন পদ্ধতিতে ব্যবহারে বাড়তি সুবিধা পাবেন আগ্রহীরা।

কী সুবিধা ফিচারে

ডিপ রিসার্চ ফিচার ব্যবহার করে রিপোর্ট তৈরি হওয়ার পর পিডিএফ হিসেবে এক্সপোর্ট করার অপশন পাওয়া যাবে। যার মাধ্যমে ফরম্যাট বদল না করেই ওই রিপোর্ট যে কারও কাছে পাঠানো যাবে।

ডিপ রিসার্চ রিপোর্টের ওপরে ডানদিকের কোনায় শেয়ার আইকন অংশ প্রথমে ক্লিক করতে হবে। এর পর ডাউনলোড অ্যাজ পিডিএফ অপশন মেন্যু থেকে বেছে নিতে হবে। নিজের ডিভাইসে ওই ফাইল সহজে সংরক্ষণ করে নেওয়া যাবে।

ওপেনএআই কর্তৃপক্ষ জানিয়েছে, ডিপ রিসার্চ ফিচার এখন আগ্রহী যে কেউ ব্যবহার করতে পারবেন। বিনামূল্যে বা পরিষেবার বিনিময়ে দু’ভাবেই ফিচারের সুবিধা নেওয়া যাবে।
 

আরও পড়ুন

×