ঈদের স্মার্ট ডিভাইস

ফাইল ছবি
টেকলাইফ ডেস্ক
প্রকাশ: ০২ জুন ২০২৫ | ০১:০০
ঈদে স্মার্ট ডিভাইস কেনার অপেক্ষায় থাকেন অনেকে। কারণ, এ সময় বিশেষ সুবিধা পাওয়া যায়। স্থানীয় সব ব্র্যান্ড এমন ধারণা থেকেই কিছু সুবিধা নিয়ে কাজ করছে। নতুন মডেলের ল্যাপটপে বিশেষ কিছু সুবিধার কথা বলেছে স্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড নির্মাতা। আর অ্যান্ড্রয়েড ট্যাবলেট এখন পাওয়া যাবে ১০ হাজার টাকার মধ্যে। নির্মাতারা জানায়, ব্র্যান্ডের ল্যাপটপে
রয়েছে ইন্টেল প্রসেসর, প্রিমিয়াম কোয়ালিটির র্যাম আর দ্রুতগতির স্টোরেজ। দাপ্তরিক কাজ থেকে শুরু করে ফ্রিল্যান্সিং, ভিডিও সম্পাদনা, গ্রাফিক ডিজাইন বা মাল্টিটাস্কিং ছাড়াও যে কোনো হেভি-ডিউটির প্রয়োজনে মসৃণ ও নির্ভরযোগ্য পারফরম্যান্স দেবে। সুদৃশ্য
ডিজাইন আর স্টাইলিশ ফিনিশিংয়ের ল্যাপটপ শিক্ষার্থী, পেশাজীবী ও প্রযুক্তিনির্ভর আগ্রহীর প্রয়োজন পূরণে সহায়ক হবে।
ওয়ালপ্যাড ট্যাবে রয়েছে স্পেক ও স্মার্টনেসের মিশ্রণ। ট্যাবে রয়েছে সময়োপযোগী প্রসেসর, ক্লিয়ার ডিসপ্লে, দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ ও দ্রুতগতির মাল্টিটাস্কিং ফিচার।
অনলাইন ক্লাস, দাপ্তরিক কাজ, গেমিং ও মুভি উপভোগে গ্রাহকের প্রতিদিনের স্মার্ট সব কাজ সম্পাদনে দেবে সহজ সমাধান।
শুধু ল্যাপটপ বা ট্যাব নয়, বিশেষ সুবিধায় মাউস, কিবোর্ড, এসডি কার্ড, এয়ারফোন, হেডফোন, ডিজিটাল রাইটিং প্যাড, সিসিটিভি, লিকুইড কুলার, র্যাম, এসএসডি ছাড়াও কম্পিউটার পণ্যে থাকছে বিশেষ ছাড়। আগ্রহীরা অনলাইনে অর্ডার করতে পারবেন। বিক্রয়োত্তর পরিষেবা থাকবে সব ডিভাইসে।
- বিষয় :
- ল্যাপটপ