ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

পারিবারিক গল্পে মামুনুর রশীদের ‘চরণ ছুঁয়ে যাই’ 

পারিবারিক গল্পে মামুনুর রশীদের ‘চরণ ছুঁয়ে যাই’ 

‘চরণ ছুঁয়ে যাই’ নাটকের দৃশ্যে সহশিল্পীর সঙ্গে মামুনুর রশীদ। ছবি:সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুন ২০২৫ | ১৩:১৮ | আপডেট: ২৫ জুন ২০২৫ | ১৩:১৯

নন্দিত অভিনেতা ও নির্মাতার নাটক মানেই ছোটপর্দার দর্শকের জন্য বাড়তি পাওয়া। তাঁর গল্পে যাপিত জীবনের ছায়া থাকে। আগামী ২৮ জুন থেকে শুরু হচ্ছে চ্যানেল আইতে তাঁর পরিচালনায় ১০০ পর্বের ধারাবাহিক ‘চরণ ছুঁয়ে যাই’। নাটকের গল্প সম্পর্কে বলা হয়, এটি শুধু একটি প্রেমের গল্প নয়, দেশ প্রেম ভালোবাসা, মায়া মমতায় ঘেরা এবং ক্ষতবিক্ষত একটি জনপদের গল্প। বুকের ভেতর বৃষ্টি হওয়ার গল্প, চোখের ভেতর সব খোয়ানোর গল্প, প্রেমে মজে থাকার গল্প, প্রেমের আগুনে পুড়ে যাওয়ার গল্প। সব মিলিয়ে একটি সামাজিক ও পারিবারিক কাহিনী নিয়ে নির্মিত ধারাবাহিক নাটক ‘চরণ ছুঁয়ে যাই’।

 এ ধারাবাহিকে অভিনয় করেছেন মামুনুর রশীদ, চঞ্চল চৌধুরী, আবুল কালাম আজাদ, শামীমা তুষ্টি, আহসান হাবিব নাসিম, আজাদ আবুল কালাম, জয়রাজ, সফল খান, পাভেল আজাদ, সুষমা সরকার প্রমুখ। ধারাবাহিকটি প্রচার হবে সপ্তাহের প্রতি শনিবার থেকে বুধবার রাত ৭ টা ৫০ মিনিটে।

নতুন নাটক প্রসঙ্গে মামুনুর রশীদ বলেন, ‘দর্শক ধারাবাহিকে যে ধরনের গল্প দেখতে চায় এটি তেমনই।  আমাদের পরিবারে নানা সমস্যা থাকে। সেগুলো ধারাবাহিকে তুলে ধরা হয়েছে। আজকাল নির্মাণ কমিয়ে দিয়েছি। বেশ বিরতির পর কোন ধারাবাহিক নাটক করেছি। আশা করছি ধারাবাহিকটি দর্শকের ভালো লাগবে’।  

আরও পড়ুন

×