পার্থ শেখ আর মালাইকা মিলে ‘অনুতপ্ত’

পার্থ শেখ ও মালাইকা।
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৯ জুন ২০২৫ | ১৪:৩০ | আপডেট: ২৯ জুন ২০২৫ | ১৪:৩৬
মেহজাবীন চৌধুরীর ছোট বোন মালাইকা চৌধুরী এখন আর বোনের পরিচয় নন, ধীরে ধীরে নিজের পরিচয় গড়ে তুলছেন অভিনেত্রী হিসেবেও। ‘সন্ধিক্ষণ’ ও ‘ক্ষতিপূরণ’-এর মতো নাটকে দেখা মিলেছিল তাঁর। এবার তিনি হাজির হচ্ছেন নতুন এক আবেগঘন গল্প নিয়ে-নাটকের নাম ‘অনুতপ্ত’।
নাটকটি পরিচালনা করেছেন কেএম সোহাগ রানা। তাঁর ভাষায়,‘এটি একটি পারিবারিক গল্প। বাবার দায়িত্ববোধ, ভালোবাসা, সন্তানকে ঘিরে তার মানসিক টানাপোড়েন-এই আবহেই গল্পটি সাজানো। দর্শক খুব সহজেই নিজেদের খুঁজে পাবেন এখানে।’
‘অনুতপ্ত’-এর কেন্দ্রীয় চরিত্রে মালাইকার সঙ্গে অভিনয় করেছেন পার্থ শেখ। এর আগে তাঁকে ফারহান আহমেদ জোভান এবং ইয়াশ রোহানের সঙ্গে কাজ করতে দেখা গেছে।
নাটকে আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, শিবা শানু এবং তানজিম হাসান অনিক। ঢাকার নানা লোকেশনে এর দৃশ্যধারণ ইতোমধ্যে শেষ হয়েছে।
সম্পর্কের আড়ালে জমে থাকা অভিমান, ভুল বোঝাবুঝি আর একটুখানি অনুতাপ-এই অনুভবগুলো ঘিরেই সাজানো হয়েছে নাটকের কাহিনি।
নাটকটি শিগগিরই মুক্তি পাবে ‘সিনেমাওয়ালা’ ইউটিউব চ্যানেলে।
- বিষয় :
- নতুন নাটক